ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঠান্ডাজনিত সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে চার দিন ধরে তিনি চিকিৎসাধীন।
হঠাৎ অসুস্থ বোধ করায় ঈদের আগের দিন তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।
মৌ জানান, হঠাৎ ঠান্ডা লেগে জ্বর আসে, এরপর শরীরটা একটু খারাপ হয়ে পড়ে। তাই ঈদের আগের দিনই হাসপাতালে ভর্তি করা হয়। এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন।
আরো পড়ুন:
‘অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আঘাত পেয়েছি’
তানিন সুবহার ব্রেন কাজ করছে না, খুলে নেওয়া হতে পারে লাইফ সাপোর্ট
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, “ওনার নিউমোনিয়ার মতো সমস্যা হয়েছে ঠান্ডা থেকে। তবে এখন অবস্থা স্থিতিশীল। পুরোপুরি বিশ্রামে আছেন। চিকিৎসকেরা বলেছেন, সুস্থ হয়ে উঠলে কয়েক দিনের মধ্যেই বাসায় নেওয়া যাবে।”
এদিকে, জাহিদ হাসানের অভিনীত নতুন সিনেমা ‘উৎসব’ এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পনির্ভর এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসানসহ অনেকে।
দর্শকপ্রিয় এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট