তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি: সালাহউদ্দিন আহমদ
Published: 9th, June 2025 GMT
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সবাই তাঁর নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি। বাংলাদেশে আর কখনো যাতে কোনো ফ্যাসিস্ট ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। সে কারণে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যত শিগগিরই সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার কথা এখনো বলে যাচ্ছি।’
আজ সোমবার বিকেল সাড়ে চারটায় কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে তিনি পেকুয়া চৌমুহনীতে পেকুয়া উপজেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন।
বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানটি করা হয়েছে সড়কের ওপর। এ কারণে দুপুরের পর থেকে পুলিশ বরইতলী রাস্তার মাথা-পেকুয়া চৌমুহনী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। কিছু কিছু গাড়িকে ভিন্ন পথে যেতে বাধ্য করে পুলিশ। তবে সালাহউদ্দিন আহমদ মঞ্চে উঠে বক্তব্যের শুরুতে মানুষের দুর্ভোগের জন্য ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি জানতাম না এখানে (রাস্তার ওপর) মিটিং হচ্ছে। গাড়ির জ্যাম হয়েছে, যাঁরা কষ্ট পেয়েছেন, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।’
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ আজাদ, টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, সাধারণ সম্পাদক আসিফ খালেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, পেকুয়া উপজেলা কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক প্রমুখ।
জনসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ।
অনুষ্ঠান শেষে সালাহউদ্দিন আহমদ জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেন। ওয়াসিমের কবর পেকুয়া উপজেলার বাঘগুজারা গ্রামে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ল হউদ দ ন আহমদ ব এনপ র স অন ষ ঠ ন উপজ ল
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস