বুড়িচংয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
Published: 9th, June 2025 GMT
কুমিল্লার বুড়িচংয়ে রেলপথের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার বাকশিমুল পূর্বপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলপথ–সংলগ্ন পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাঁর বয়স ৩০ বছর।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল হাসান জানান, মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে তাঁর মৃত্যু হয়েছে। শরীরের অনেক অংশ পচে-গলে গেছে। এ কারণে মরদেহটির পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় খুঁজে পেতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন।
মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বলেন, ময়নাতদন্তের পর ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত