হামজাদের খেলা দেখতে যেসব নির্দেশনা মানতে হবে দর্শকদের
Published: 10th, June 2025 GMT
১৬৫৯ দিন পর ঢাকায় ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ঈদের ছুটির আমেজে এই ম্যাচ ঘিরে উৎসাহী পুরো দেশ, বিশেষ করে ঢাকার ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। সমর্থকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে জানায়, ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়, তবে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। অর্থাৎ যারা মাঠে খেলা দেখতে আসবেন, তাদের অপেক্ষা করতে হতে পারে প্রায় সাত ঘণ্টা।
নিরাপত্তার স্বার্থে দর্শকদের সঙ্গে ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত কোনো সামগ্রী না আনার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যাদের কাছে বৈধ টিকিট নেই, তাদের স্টেডিয়ামের আশপাশে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। ঢাকার বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে বাফুফে।
জাল টিকিট বা টিকিট সংক্রান্ত অনিয়ম রোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ বিষয়ে কোনো অনিয়ম পেলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্টেডিয়াম চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশেষ নির্দেশনা রয়েছে তিন নম্বর গেট দিয়ে প্রবেশকারীদের জন্য। দৈনিক বাংলা ও রাজউক মোড় থেকে দুটি পৃথক লেন থাকবে—একটি শুধু দর্শকদের হাঁটার জন্য, অন্যটি যানবাহনের চলাচলের জন্য নির্ধারিত।
দীর্ঘ সময় গ্যালারিতে অবস্থান করার কথা মাথায় রেখে খাবার বা পানীয়র বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে। তবে ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে গান-বাজনার আয়োজন থাকবে, যা একক আন্তর্জাতিক ম্যাচে দেশের ফুটবলে এবারই প্রথম।
সব মিলিয়ে আজকের ম্যাচ ঘিরে এক অন্যরকম প্রস্তুতি নিয়েছে আয়োজক সংস্থা। এবার দেখার পালা, মাঠে কেমন পারফরম্যান্স দেখাতে পারেন জামাল ভূঁইয়ারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫