পঞ্চগড় সদর উপজেলায় একইদিনে পানিতে ডুবে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তাওসিফ আল মাহমুদ নামে এক তরুণ ও মিনহাজ ইসলাম নামে এক দেড় বছর বয়সি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) এই দুজন পানিতে ডুবে মারা যায়।
তাওসিফ ঢাকার মোহাম্মদপুরের আব্দুর রহিমের ছেলে। সে মোহাম্মদপুর এলাকার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পঞ্চগড় সদর ইউনিয়নের সাড়ে চার মাইল এলাকার বাসিন্দা তার নানা শফিকুল ইসলাম। কোরবানীর ঈদের দিন রাতে ঢাকায় মারা যান। পরে নানার মরদেহ নিয়ে ঢাকা থেকে তাওসিফসহ পরিবারের সদস্যরা পঞ্চগড়ে আসেন। রোববার স্থানীয় কবরস্থানে শফিকুল ইসলামের দাফন হয়।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান জানান, সোমবার দুপুরে নানা বাড়ি থেকে কিছু দূরে সন্ন্যাসী পাড়া এলাকায় তালমা নদীতে বড় ভাই ও আত্মীয় স্বজনদের সাথে গোসল করতে যায় তাওসিফ। গোসলের একপর্যায়ে নদীতে বালি ও পাথর উত্তোলনে গভীর হওয়া গর্তে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিনে পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার মাসুমের দেড় বছর বয়সি ছেলে মিনহাজ ইসলাম ডোবার পানিতে ডুবে মারা গেছে।
স্বজনরা জানান, নিজ বাড়ির উঠানে সন্তান মিনহাজকে খেলতে দিয়ে বাসার কাজ করছিলেন মা মালেকা বেগম। এ সময় বাড়ির বাইরে বের হয় মিনহাজ। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে দীর্ঘসময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, নিহতদের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় পৃথক দুইটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/নাঈম/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ব র র ইসল ম
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে