২২ বছর বয়সেই তাঁর আয় ৫৪৬ কোটি টাকা
Published: 10th, June 2025 GMT
রোলাঁ গারোতে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প লিখে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ। ২২ বছর বয়সী তরুণ স্প্যানিশের এটি পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা। লাল দুর্গে নিজের দ্বিতীয় শিরোপা জিতে আলকারাজ প্রাইজমানি বা অর্থ পুরস্কার হিসেবে পেয়েছেন ২৯ লাখ ডলার বা ৩৫ কোটি ৪৪ লাখ টাকার মতো।
যার ফলে অর্থ পুরস্কার থেকে ক্যারিয়ারে এখন পর্যন্ত আলকারাজের প্রাপ্তি ৪ কোটি ৪৭ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫৪৬ কোটি টাকা। যা তাঁকে এখন অর্থ পুরস্কার থেকে সর্বোচ্চ আয় করা টেনিস তারকাদের মধ্যে সাত নম্বরে নিয়ে এসেছে।
ফ্রেঞ্চ ওপেন জিতে সাত নম্বরে ওঠার পথে আলকারাজ পেছনে ফেলেছেন কিংবদন্তি মার্কিন টেনিস তারকা পিট সাম্প্রাসকে। ৫২৭ কোটি টাকা প্রাইজমানি নিয়ে এত দিন সাত নম্বর ছিলেন সাম্প্রাস।
এই তালিকায় আলকারাজের ওপরে থাকা ছয় টেনিস তারকা হলেন দানিল মেদভেদেভ, আলেকসান্দার জভেরভ, অ্যান্ডি মারে, রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে মেদভেদেভ (৫৬৫), জভেরভ (৬৫২) ও মারেকে (৭৮৯) সহজেই টপকে যেতে পারবেন এই স্প্যানিশ তরুণ।
তবে টেনিসের সর্বকালের তিন সেরা ফেদেরার, নাদাল ও জোকোভিচকে টপকাতে হলে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে আলকারাজকে।
টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ পুরস্কার পাওয়া খেলোয়াড়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আলক র জ
এছাড়াও পড়ুন:
যেসব রোগ থাকলে ডাবের পানি পান করা উচিত নয়
ডাবের পানি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে যা আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। ডাবের পানিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ এবং পটাসিয়ামের মতো পুষ্টি। তাই ডাবের পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, শরীর হাইড্রেটেড থাকে এবং ত্বক উজ্জ্বল হয়। এর ব্যবহার শরীরের জন্য আরও অনেক কারণেই ভালো। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এত উপকারিতায় পরিপূর্ণ ডাবের পানি কিছু মানুষের জন্য ভালো নয়। আসুন জেনে নেওয়া যাক ডাবের পানি কাদের জন্য ক্ষতিকর।
ডায়াবেটিস
আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হোন তাহলে আপনার ডাবের পানি পান করা উচিত নয়। কারণ ডাবের পানি পান করলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে।
অ্যালার্জি
ডাবের পানি পান করার পরে যদি আপনার ত্বকে চুলকানি শুরু হয় বা লাল দাগ দেখা দেয়, তাহলে আপনার ডাবের পানি পান করা এড়িয়ে চলা উচিত।
আরো পড়ুন:
বিশেষজ্ঞের পরামর্শ: মুখের দুর্গন্ধ দূর করার উপায়
পেটের ওপরের অংশে ব্যথা, রেড ফ্ল্যাগ সিনড্রোমগুলো জেনে নিন
কিডনি রোগী
কিডনি রোগী এবং কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও ডাবের পানি পান করা উচিত নয়। ডাবের পানিতে পটাশিয়াম থাকে যা কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে না। ফলে কিডনি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।
সর্দি-কাশি
যদি আপনার সর্দি-কাশিতে আক্রান্ত হোন, তাহলে ডাবের পানি পান করবেন না। এই পানি পান করলে সর্দি-কাশি আরও বেড়ে যেতে পারে।
সূত্র: ইণ্ডিয়া টিভি
ঢাকা/লিপি