রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলায় যুক্তরাজ্য ১০০ শতাংশ জড়িত: ম
Published: 10th, June 2025 GMT
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ‘সন্ত্রাসী হামলায়’ যুক্তরাজ্য ১০০ শতাংশ জড়িত।
সোমবার (৯ জুন) মস্কোর ফিউচার ফোরাম-২০৫০-এ ভাষণ দিতে গিয়ে ল্যাভরভ বলেন, “যুক্তরাজ্যের সমর্থন ছাড়া ইউক্রেন অসহায় থাকত।” খবর আনাদোলুর।
তিনি রাশিয়ান নাগরিকদের ওপর ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করে বলেন, “এই হুমকিগুলো যথেষ্ট গুরুতর। স্পষ্টতই, সবগুলো হামলা সরাসরি ইউক্রেন চালিয়েছে, কিন্তু যুক্তরাজ্যের সমর্থন ছাড়া ইউক্রেন অসহায় হত।”
আরো পড়ুন:
আবারো রাশিয়ার বিমানঘাঁটিতে সফল হামলার দাবি ইউক্রেনের
ইউক্রেনে আবারো ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ৫
মন্ত্রী আরো বলেন, “সন্ত্রাসী হামলা আরো বৃদ্ধির ঝুঁকি রয়েছে। শক্রদের দমন করতে আমরা সবকিছু করবো। আমরা তাদেরকে আমাদের নাগরিকদের ক্ষতি করতে দেব না।”
রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে ল্যাভরভ বলেন, “জো বাইডেন যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়ের তুলনায় মস্কো ও ওয়াশিংটন ইতিমধ্যেই ভালো অবস্থানে রয়েছে।”
তিনি আরো বলেন, “একই সময়ে এটা স্পষ্ট যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত মধ্যবর্তী ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর স্থগিতাদেশ ওয়াশিংটন গ্রহণ করবে না।” ক্রেমলিনের প্রস্তাবটি প্রত্যাখান করায় তিনি হোয়াইট হাউজের সমালোচনা করেন।
মধ্যবর্তী-পাল্লার পারমাণবিক বাহিনী চুক্তি (আইএনএফ চুক্তি) ছিল ১৯৮৭ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত একটি যুগান্তকারী শীতল যুদ্ধ চুক্তি। এটি ৫০০ কিলোমিটার থেকে ৫,৫০০ কিলোমিটারের মধ্যে পাল্লার সমস্ত ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, পরীক্ষা এবং মোতায়েনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
চুক্তিটি ইউরোপে দুর্ঘটনাজনিত পারমাণবিক সংঘাতের ঝুঁকি হ্রাসে উল্লেখযোগ্য অবদান রেখেছিল।
২০১৯ সালে, যুক্তরাষ্ট্র আইএনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়, যার ফলে চুক্তিটি বাতিল হয়ে যায়। তারপর থেকে ন্যাটোর অব্যাহত ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং পশ্চিমাদের কাছ থেকে পারস্পরিক সহযোগিতার অভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে রাশিয়া ইউরোপে মাঝারি ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর একতরফা স্থগিতাদেশ বজায় রেখেছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ য ক তর জ য ইউক র ন য ক তর জ য ইউক র ন
এছাড়াও পড়ুন:
মৃত্যু যেখানে রমরমা ব্যবসা হয়ে উঠছে
দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে সারিবদ্ধ করে রাখা হয়েছে কফিন। দেশটিতে ভবিষ্যতের অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালকদের প্রশিক্ষণের জন্য এগুলো প্রস্তুত রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় ব্যাপক জনসংখ্যাগত পরিবর্তনের ফলে মৃত্যুর ব্যবসায় ক্রমবর্ধমান সংখ্যক লোক কাজ খুঁজে পাচ্ছে। কারণ দেশটিতে জন্মহার বিশ্বের মধ্যে সবচেয়ে কম এবং জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ৫০ বা তার বেশি।
বুসান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী কোরিয়ান অন্ত্যেষ্টিক্রিয়ার কাপড়ে সাবধানে একটি পুতুল জড়িয়ে, কাপড়টিকে আসল চামড়ার উপর মসৃণ করে, তারপর আলতো করে কফিনে নামিয়ে দিচ্ছিল।
অন্ত্যেষ্টিক্রিয়া প্রশাসনের শিক্ষার্থী ২৭ বছর বয়সী জ্যাং জিন-ইয়ং বলেন, “আমাদের সমাজের বয়স বাড়ার সাথে সাথে, আমি ভেবেছিলাম এই ধরণের কাজের চাহিদা আরো বাড়বে।”
আরেক ছাত্র, ২৩ বছর বয়সী ইম সে-জিন তার দাদীর মৃত্যুর পর মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, “তার (দাদীর) অন্ত্যেষ্টিক্রিয়ায় আমি দেখেছি পরিচালকরা তাকে শেষ বিদায়ের জন্য কতটা সুন্দরভাবে প্রস্তুত করেছেন। আমি গভীর কৃতজ্ঞ বোধ করছি।”
দক্ষিণ কোরিয়ার মানুষ ক্রমশ একাকী জীবনযাপন করছে এবং নিঃসঙ্গ অবস্থায় মারা যাচ্ছে। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির প্রায় ৪২ শতাংশ এখন একাকী জীবনযাপন করে।
এই পরিসংখ্যান দেশটিতে একটি নতুন পেশার আবির্ভাবকে প্রতিফলিত করছে।
উন্নত দেশগুলির মধ্যে দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এই ‘একাকী মৃত্যু’-তে সেইসব ব্যক্তিরাও অন্তর্ভুক্ত যারা আত্মহত্যা করেছেন।
অন্ত্যেষ্টিক্রিয়া ব্যবসায়ের একজন অভিজ্ঞ ব্যক্তি কিম ডু-নিয়ন বলেন, তার ২০ বছর বয়সী ক্রমবর্ধমান সংখ্যক নিয়োগপ্রাপ্ত কর্মী রয়েছে।
তিনি বলেন, “মানুষ যখন একসাথে থাকে, তখন তারা জিনিসপত্র ভাগ করে নেয়... এমনকি যদি একজন ব্যক্তি মারা যায়, সেই জিনিসপত্রগুলি থেকে যায়। কিন্তু যখন কেউ একা মারা যায়, তখন সবকিছু পরিষ্কার করতে হবে।”
তবে নিজের পেশা নিয়ে ভয়ও পান কিম।
তিনি বলেন, “আমি ভয় পাচ্ছি। আপনি যতই প্রস্তুতি নিন না কেন, একজন মৃত ব্যক্তির মুখোমুখি হওয়া ভীতিকর।”
ঢাকা/শাহেদ