অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত বেশ কয়েকজন
Published: 10th, June 2025 GMT
অস্ট্রিয়ার গ্রাজের একটি স্কুলে বন্দুক হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার বোর্গ ড্রেইয়ার্সচুটজেনগাসে উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছেন, তবে সংখ্যাটি নির্দিষ্ট করে বলা হয়নি। কতজন শিক্ষার্থী এবং কতজন শিক্ষক ছিলেন তার বিস্তারিত তথ্য তারা দেয়নি। হামলার ঘটনায় আহতদের সংখ্যা সম্পর্কেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, এই ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। তারা আরও দাবি করেছে যে বন্দুকধারী আত্মহত্যা করেছে। তবে কর্তৃপক্ষ এখনো এটি নিশ্চিত করেনি।
পুলিশের মুখপাত্র সাবরি ইয়র্গুন বলেছেন, “স্থানীয় সময় সকাল ১০টায় একটি ফোন পাওয়ার পর ঘটনাস্থলে বিশেষ বাহিনী পাঠানো হয়েছে।”
স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে গ্রাজ পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, স্কুলটি খালি করা হয়েছে এবং শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে খেলছেন আর্জেন্টিনার কতজন ফুটবলার, কে কোন ক্লাবে
আবারও ফুটবলপ্রেমীদের ‘বিনিদ্র রজনী’ ফিরেছে। গত রাতে শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের প্রথম পর্ব।
এবারের চ্যাম্পিয়নস লিগের ৩৬ দলের মধ্যে ১৫টিতে আর্জেন্টিনার ফুটবলার আছেন; সংখ্যাটা ৩০। তাঁদের বেশির ভাগই খেলেন আর্জেন্টিনা জাতীয় দলে। কেউ কেউ আছেন জাতীয় দলের আশপাশে, যাঁদের ওপর হয়তো চোখ রাখবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই ৩০ জনের অনেককেই হয়তো দেখা যাবে আগামী বছর আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে।
চলুন দেখে নেওয়া যাক এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোন ক্লাবে কোন আর্জেন্টাইন খেলোয়াড় খেলছেন—
লিভারপুলগত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে লিভারপুল। ছয়বারের ইউরোপ–সেরাদের স্কোয়াডে একমাত্র আর্জেন্টাইন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
রিয়াল মাদ্রিদকাল রাতে চ্যাম্পিয়নস লিগে মাস্তানতুয়োনোর অভিষেক হয়েছে