রূপগঞ্জে বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা
Published: 10th, June 2025 GMT
বাংলাদেশ আম জনগণ পার্টি (বিএজেপি) আগামী তিন মাসের জন্য রূপগঞ্জ থানার ২৭ সদস্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. নুর আলমকে রূপগঞ্জ থানার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আব্দুর সালামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
গত ৬ জুন (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএজেপি’র নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বশির আহমেদ এবং সদস্য সচিব আবু ইউসুফ এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- বি.
কমিটি ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বশির আহমেদ পার্টির আহবায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
আহবায়ক মো. নুর আলম বলেন,বাংলাদেশ আম জনগণ পার্টি বিশ্বাস করে যে দেশের মালিক জনগণ এবং তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্ব। তারা দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দেন, যেখানে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে।
আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করে এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার কথা তারা বলেন।
রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে তারা অপরিহার্য মনে করেন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা এবং সকল রাজনৈতিক দলের সহাবস্থান ও শান্তিপূর্ণ কার্যক্রমের উপর তারা জোর দেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ সদস য
এছাড়াও পড়ুন:
‘জনগণের দুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে’
সংস্কারের আগে নির্বাচন দিলে আবারো ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “আমরা নির্বাচনের আগে সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন ব্যবস্থার মধ্যে সংস্কার করতে হবে। দেশবাসী দুর্ভোগ পোহাচ্ছে, জনগণের দুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। সংসদে সংখ্যানুপাতিক আসন বিন্যাস করতে হবে।”
শনিবার (২১ জুন) দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
জনগণের চাওয়ায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা: এ টি এম মাসুম
নির্বাচনী প্রচারণা শুরু করলেন মুফতি আমির হামজা
হামিদুর রহমান আযাদ বলেন, “রাষ্ট্র ও সমাজ পরিবর্তনে সাংবিধানিক পদ্ধতি হলো নির্বাচন পদ্ধতি। জামায়াত তার উদ্দেশ্যে ও লক্ষ্যে নিয়মতান্ত্রিক পন্থা গণতান্ত্রিক পদ্ধতিকে বেছে নিয়েছে সমাজ পরিবর্তনের জন্য। এজন্য আমাদের আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।”
তিনি বিগত দিনের সরকার প্রধানদের প্রসঙ্গ টেনে জনগণকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “এ যাবৎ যারা দেশ শাসন করেছেন তারা কি সুশাসন কায়েম করেছন? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছেন? মানুষের অধিকার, ন্যায়বিচার কোনটাই তারা প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”
জামায়াতের শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসাইন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও শরীয়তপুর-৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আজহারুল ইসলাম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোশাররফ হোসেন মাসুদ।
ঢাকা/সাইফুল/মাসুদ