রূপগঞ্জে বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা
Published: 10th, June 2025 GMT
বাংলাদেশ আম জনগণ পার্টি (বিএজেপি) আগামী তিন মাসের জন্য রূপগঞ্জ থানার ২৭ সদস্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. নুর আলমকে রূপগঞ্জ থানার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আব্দুর সালামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
গত ৬ জুন (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএজেপি’র নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বশির আহমেদ এবং সদস্য সচিব আবু ইউসুফ এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- বি.
কমিটি ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বশির আহমেদ পার্টির আহবায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
আহবায়ক মো. নুর আলম বলেন,বাংলাদেশ আম জনগণ পার্টি বিশ্বাস করে যে দেশের মালিক জনগণ এবং তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্ব। তারা দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দেন, যেখানে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে।
আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করে এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার কথা তারা বলেন।
রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে তারা অপরিহার্য মনে করেন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা এবং সকল রাজনৈতিক দলের সহাবস্থান ও শান্তিপূর্ণ কার্যক্রমের উপর তারা জোর দেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ সদস য
এছাড়াও পড়ুন:
স্থানীয় শাসনব্যবস্থায় নাগরিকেরা কোথায়
বাংলাদেশের স্থানীয় শাসনব্যবস্থা নিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। এ প্রতিবেদনে প্রাসঙ্গিক অনেক বিষয় আলোচনা করা হলেও এ লেখায় আমি মূলত স্থানীয় শাসনব্যবস্থায়, বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠায় সংঘবদ্ধ নাগরিকদের ভূমিকা নিয়ে কী বলা হয়েছে, তা পর্যালোচনা করব। একই সঙ্গে স্থানীয় শাসনব্যবস্থায় সংঘবদ্ধ নাগরিকদের ভূমিকা কেমন হওয়া উচিত, সে বিষয়ে ধারণাগত যুক্তি তুলে ধরব।
কমিশন রিপোর্টে নাগরিকদের উল্লেখ ও ভূমিকা: সংখ্যাতাত্ত্বিক চিত্র ও আমাদের পর্যবেক্ষণকমিশনের প্রায় তিন লাখ শব্দের এ প্রতিবেদনে নাগরিককেন্দ্রিক শব্দের ব্যবহার অত্যন্ত সীমিত। ‘ওয়ার্ড সভা’ (যা একটি ওয়ার্ডভিত্তিক নাগরিক প্ল্যাটফর্ম) মাত্র দুটি স্থানে চার-পাঁচটি শব্দে উল্লেখ করা হয়েছে, তবে ওয়ার্ড সভা ব্যবস্থায় জনগণের ভূমিকা কী হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা নেই।
নাগরিকদের ব্যক্তি বা সামষ্টিক ‘জবাবদিহি’ শব্দটি চার-পাঁচবার উল্লেখ করা হলেও স্থানীয় সরকার কীভাবে জনগণের কাছে জবাবদিহি থাকবে, সেটির কোনো প্রাতিষ্ঠানিক রূপ বা প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়নি। একবিংশ শতাব্দীতে এসেও আশ্চর্যজনকভাবে সামাজিক দায়বদ্ধতা শব্দটি একবারও উল্লেখ করা হয়নি!
একইভাবে কমিশন রিপোর্টে বাজেট সম্পর্কে জনগণের আলোচনার পরিবেশ তৈরির প্রস্তাব দেওয়া হলেও বিদ্যমান পদ্ধতিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। আমাদের স্থানীয় সরকারব্যবস্থায় নাগরিক অংশগ্রহণমূলক বাজেট প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার বিদ্যমান পদ্ধতি হলো ‘উন্মুক্ত বাজেট সভা’। এ বিষয়ের কোনো উল্লেখ কমিশন রিপোর্টে নেই।
বাজেট–প্রক্রিয়ায় জনগণ কীভাবে অংশ নেবেন, সে বিষয়েও কোনো আলোচনা নেই। কিছু জায়গায় স্থায়ী কমিটি পুনরায় কার্যকর করার কথা বলা হয়েছে। তবে সেখানে জনগণের অংশগ্রহণ (আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায়) কীভাবে হবে, সেটার কোনো আইনগত ভিত্তি বা প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি।
দার্শনিক ও ধারণাগত ভিত্তি: কমিশন রিপোর্টে নাগরিকেরা কোথায়কমিশন বলছে, ‘গণতন্ত্র সত্যিকার অর্থে অভাবী, অশিক্ষিত, অসৎ সমাজে সহজে সফল হয় না।’
এখানে দুটি পর্যবেক্ষণ করা যায়: প্রথমত, রিপোর্টের এলিট মনোভাব এবং নাগরিকদের সক্ষমতার প্রতি খুবই দুর্বল আস্থা।
দ্বিতীয়ত, নাগরিকদের, বিশেষত গরিব নাগরিকদের, এজেন্সি বা সক্ষমতা নিয়ে সারা বিশ্বের অভিজ্ঞতা এবং সে–সংক্রান্ত গবেষণা ও তাত্ত্বিক আলোচনার ফলাফলের প্রতিফলন রিপোর্টে ঘটেনি।
বাংলাদেশের ওয়ার্ড সভার অভিজ্ঞতায় দেখা গেছে, গ্রামের গরিব মানুষকে যখন সুযোগ দেওয়া হয়েছে, তখন সভায় তাঁদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়, এমনকি কখনো কখনো স্বতঃস্ফূর্ত। এ বাস্তবতা এখানে পুরোপুরি আমলে আনা হয়নি।
এ ছাড়া বাংলাদেশের নির্বাচনী গণতন্ত্র ও সার্বিক সুশাসনের ব্যর্থতাকে গরিব ও নিরক্ষর মানুষের ঘাড়ে চাপানোটা বাস্তবতাবর্জিত চিন্তা এবং সুশাসন প্রতিষ্ঠার কৌশলগত দিক থেকে একদমই অকার্যকর।
এর চেয়ে বরং দার্শনিক ও ধারণাগতভাবে যখন আমরা মেনে নেব যে সাধারণ মানুষের সহজাত রাজনৈতিক প্রজ্ঞা আছে এবং তাঁরা তাঁদের ব্যক্তিগত ও সামষ্টিক স্বার্থ বুঝতে সক্ষম, তখনই আমাদের পক্ষে স্থানীয় পর্যায়ে এমন প্রতিষ্ঠান পরিকল্পনা করা ও গড়ে তোলা সম্ভব হবে, যা সাধারণ নাগরিকের সামষ্টিক স্বার্থ ও আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার সুযোগ করে দেবে। দুঃখজনকভাবে কমিশন এই দার্শনিক ও ধারণাগত ভিত্তির মাধ্যমে পরিচালিত হয়নি।
স্থানীয় শাসনব্যবস্থায় কমিশন বর্তমানের প্রেসিডেনশিয়াল কাঠামো বাদ দিয়ে সংসদীয় কাঠামোর সুপারিশ করেছে। কমিশন এখানে কয়েকটি ধারণার ওপর ভিত্তি করে তাদের সুপারিশ দিয়েছে।
একটি ধারণা হলো এলিট রাজনৈতিক প্রতিনিধিরাই মূলত সুশাসন প্রতিষ্ঠার নিয়ামক। এই রাজনৈতিক এলিটদের মধ্যে প্রতিযোগিতা বাড়ানো প্রয়োজন—ক্ষমতাকে একজনের মধ্যে না রেখে তাঁদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যার অর্থ ‘এলিট সঞ্চালতা’ তৈরি করা।
কমিশন অংশগ্রহণমূলক গণতন্ত্রের (নাগরিকদের প্রত্যক্ষ গণতন্ত্র) প্রয়োজনীয়তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। আগের অভিজ্ঞতা থেকে বোঝা যায়, বর্তমানের প্রেসিডেনশিয়াল কাঠামো থেকে সংসদীয় কাঠামোতে গেলে শুধু এলিট সঞ্চালনাই হবে। এর অর্থ হচ্ছে, আমরা শাসনকাঠামোতে নতুন এলিট পাব।
এতে করে জনগণের কাছে জবাবদিহি কীভাবে বাড়বে আর ভালো সরকার কীভাবে পাওয়া যাবে, সেটা পরিষ্কার নয়। এই নতুন ও পুরোনো এলিটদের গোষ্ঠীতন্ত্রের উদ্ভব হতে বেশি দিন লাগবে না, যদি না একই সঙ্গে খুব কার্যকর সামষ্টিক নাগরিক জবাবদিহি তৈরি করা যায়।
কমিশনের মূল ঝোঁক নির্বাচনী গণতন্ত্রের দিকে। কিন্তু এই ‘এক দিনের গণতন্ত্র’ হলো ব্যক্তিনির্ভর; একে না হলে ওকে বেছে নেওয়ার সুযোগ (বাইনারি চয়েজ); মোটাদাগের জবাবদিহি; প্রার্থীর অতীত কর্মকাণ্ডের মূল্যায়ন (রেট্রোস্পেকটিভ ভোটিং) এবং প্রার্থীর কাছে ভবিষ্যতের আকাঙ্ক্ষা (প্রসপেকটিভ ভোটিং)। স্থানীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে এগুলো মূলত অপ্রাসঙ্গিক, বিশেষ করে যদি আমরা দলনিরপেক্ষ নির্বাচনের কথা ভাবি (স্থানীয় নির্বাচন অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে)।
কমিশন আরও বলেছে, ‘একক ব্যক্তির নিরঙ্কুশ কর্তৃত্বের স্থলে কর্তৃত্ব, ভূমিকা ও ক্ষমতা অনেকের মধ্যে বিতরণের একটি ব্যবস্থা করা গেলে শেষ পর্যন্ত গণতান্ত্রিক প্রথা ও প্রতিষ্ঠানের নতুন পরিসর সৃষ্টি করা যায় কি না, তার পরীক্ষা-নিরীক্ষার একটা সুযোগ থাকা চাই।’
আমরা এখানে উপকারের চেয়ে অপকারই বেশি দেখছি। মেম্বার থেকে চেয়ারম্যান হওয়ার সম্ভাবনার কথা ভেবে অতিধনী এলিটরা নির্বাচনী প্রতিযোগিতায় নামবে, যা বর্তমানে (মেম্বার নির্বাচনে) গ্রামীণ মধ্যবিত্তকেন্দ্রিক ছিল। এতে সামগ্রিক নির্বাচনী খরচ আকাশচুম্বী হবে এবং নিম্নমধ্যবিত্ত অথবা কিছু কিছু ক্ষেত্রে গরিব মানুষের মেম্বার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রায় নির্বাসিত হবে।
প্রস্তাবিত সংসদীয় কাঠামোতে যাঁরা চেয়ারম্যান হতে চাইবেন, নির্বাচন-উত্তর পর্যায়ে তাঁদের রাজনৈতিক খরচ অনেক বেড়ে যাবে। কারণ, তাঁরা তখন অন্য মেম্বারদের ভোট কিনতে প্রতিযোগিতায় লিপ্ত হবেন।
প্রস্তাবিত নির্বাহী গ্রুপ তৈরির বিষয়টিও টাকার খেলায় পর্যবসিত হবে। সংসদীয় পদ্ধতিতে, আগেকার প্রেসিডেনশিয়াল ব্যবস্থা (২০১৬–এর আগে) চেয়ারম্যান ভোটারদের কাছে যে সরাসরি নির্বাচনী জবাবদিহির সুযোগ সৃষ্টি করেছিল, সেটি আর থাকবে না।
প্রস্তাবিত নতুন ব্যবস্থা সামগ্রিকভাবে স্থানীয় পর্যায়ে টাকার রাজনীতির ব্যাপক বিস্তার ঘটাবে এবং নির্বাচনভিত্তিক রাজনীতির আরও অধঃপতন ঘটবে।
কমিশনের মূল ভাবনা রাজনৈতিক এলিটকেন্দ্রিক। কমিশন স্থানীয় প্রশাসনব্যবস্থার সর্বস্তরে রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ন্ত্রণের কথা বলেছে। এতে কমিশন সর্বস্তরে রাজনৈতিক এলিটকেন্দ্রিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রতিষ্ঠা ভাবলেও কমিশনের চিন্তায়, এই স্তরগুলোতে সামষ্টিক নাগরিকদের প্রাতিষ্ঠানিকতার বিষয়টি উপেক্ষিত থেকেছে।
একইভাবে কমিশন স্থানীয় সরকারের প্রতিনিধিদের অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করার সুপারিশ করেছে। কিন্তু এ ক্ষেত্রেও নাগরিকদের প্রসঙ্গটি ভাবা হয়নি।
অংশগ্রহণমূলক গণতন্ত্র: দার্শনিক ও ধারণাগত ভিত্তিকমিশনের বিপরীতে আমরা স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রবর্তনের ওপর জোর দিচ্ছি। গণতন্ত্র বলতে আমরা বুঝি জনগণের সার্বভৌমত্ব, যা বাস্তবায়িত হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে: পরোক্ষ নির্বাচন, প্রত্যক্ষ নির্বাচন, আলোচনাপ্রসূত গণতন্ত্র এবং সামষ্টিক নাগরিকদের প্রত্যক্ষ গণতন্ত্র।
স্থানীয় পর্যায়ে এই সব কটিই থাকতে পারে, তবে গরিব জনসাধারণের জন্য শেষ দুটি পদ্ধতি অধিক কার্যকর হবে বলে আমরা মনে করি। এর মানে হলো, আমরা নাগরিক-প্রতিনিধিকে নাগরিকদের প্রতিনিধির চেয়ে অধিকতর গুরুত্ব দিতে চাই।
আমাদের প্রস্তাবে, সামষ্টিক নাগরিকেরা রাষ্ট্রের বাইরে ও ভেতরে—উভয় জায়গাতেই অবস্থান করবেন এবং শুধু জবাবদিহি আদায় করবেন না; বরং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও জড়িত থাকবেন।
বাংলাদেশে অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রবর্তনের জন্য একটি বড় বাধা হচ্ছে প্রাসঙ্গিক আইনের অভাব। আমরা কমিশনের এ পর্যবেক্ষণের সঙ্গে একমত। এখানে এমন কোনো আইন নেই, যার মাধ্যমে জনগণের সুপারিশ, মতামত বা বক্তব্যকে আইনগতভাবে বাধ্যতামূলক করে জনপ্রতিনিধিদের অনুসরণে বাধ্য করা যাবে।
বর্তমানে বিদ্যমান নাগরিক প্ল্যাটফর্মগুলোতে নাগরিকদের ক্ষমতায়নবর্তমানে নাগরিক প্ল্যাটফর্মগুলোতে নাগরিকেরা অতিমাত্রায় উপেক্ষিত হয়ে আছে। যেমন স্থায়ী কমিটিগুলোতে নাগরিক প্রতিনিধিদের অংশগ্রহণ অত্যন্ত সীমাবদ্ধ এবং তাদের ভূমিকা অনেকটা প্রতীকী। এগুলো মূলত নির্বাচিত প্রতিনিধিদের নিয়ন্ত্রণে।
আমরা মনে করি, নাগরিক প্রতিনিধিদের সংখ্যা আরও বাড়াতে হবে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়ার ভেতরে রাখতে হবে। এ বিষয়ে কমিশন কোনো বিস্তারিত আলোচনা করেনি। আমাদের বিবেচনায় ওয়ার্ড সভা এবং উন্মুক্ত বাজেট সভায় বর্তমানে ব্যক্তিকেন্দ্রিক অংশগ্রহণ পদ্ধতির বদলে সামগ্রিক পদ্ধতির কথা ভাবতে হবে।
এই দুটি প্রতিষ্ঠান বর্তমানে মূলত অকার্যকর: সভা ঘটার প্রামাণ্য কাগজপত্র প্রায় সব ক্ষেত্রেই বানানো; সিদ্ধান্ত ফলপ্রসূ নয়, যেহেতু এগুলোর বাস্তবায়নের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। এগুলোকে কার্যকর করতে হলে নিচ থেকে (সামষ্টিক নাগরিক দ্বারা) এবং ওপর থেকে (স্বাধীন স্থানীয় সরকার কমিশন, স্থানীয় পরিষদের উপরিস্তরে সামষ্টিক নাগরিক ফোরাম এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা) নজরদারি নিশ্চিত করতে হবে।
ওয়ার্ড সভাকে কোনোভাবেই উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া উচিত হবে না, যেমনটা কমিশন সুপারিশ করেছে। একে ওয়ার্ড পর্যায়েই রাখতে হবে। গরিব মানুষের জবাবদিহি আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে একে যদি শক্তিশালী করতে হয়, তাহলে ব্যক্তি পরিচিতিভিত্তিক স্থানীয় কমিউনিটির মধ্যে এর অবস্থান থাকা জরুরি—কোনো দূরবর্তী ও নৈর্ব্যক্তিক বৃহত্তর সমাজে নয়। এতে স্থানীয় প্রতিনিধিরা পরিচিত নাগরিকদের কাছে আরও বেশি করে দায়বদ্ধ হতে বাধ্য হবেন।
কমিশনের ‘ভোটার সমাবেশ’ ধারণার সঙ্গে আমরা একমত নই। একসঙ্গে এতগুলো উচ্চপর্যায়ের প্রতিনিধির সমাবেশ সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করবে এবং এটি হবে একেবারেই নৈর্ব্যক্তিক ও দূরবর্তী।
সামষ্টিক নাগরিকদের প্রত্যক্ষ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণনাগরিক-প্রতিনিধিদের ভূমিকা প্রতিষ্ঠা করা যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে নাগরিক অ্যাসেম্বলির কথা ভাবতে হবে। এটি বর্তমানের ওয়ার্ড সভার রূপান্তর ঘটিয়ে করা যায় অথবা সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠা করা যায়।
স্থানীয় নাগরিকেরা লটারির মাধ্যমে অথবা বিশেষ বাছাইয়ের মাধ্যমে অ্যাসেম্বলিতে অন্তর্ভুক্ত হবেন, যাতে সব ধরনের নাগরিক অন্তর্ভুক্ত হতে পারেন। এটি রাষ্ট্রের ভেতরে ও বাইরে কাজ করবে, সামষ্টিক জনগণের কাছে প্রতিনিধিদের দায়বদ্ধ করার জন্য।
স্থানীয় সরকারের সব স্তরে থাকা অ্যাসেম্বলিগুলো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট থাকবে। সর্বোচ্চ পর্যায়ে এগুলো জাতীয় স্বাধীন স্থানীয় সরকার কমিশনের সঙ্গে যুক্ত থাকবে এবং কমিশনের কাছে দায়বদ্ধ থাকবে। এতে অ্যাসেম্বলিগুলো সাংবিধানিক বৈধতা এবং তার সঙ্গে এদের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে।
সামষ্টিক নাগরিকদের প্রত্যক্ষ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণনাগরিক-প্রতিনিধিদের ভূমিকা প্রতিষ্ঠা করা যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে নাগরিক অ্যাসেম্বলির কথা ভাবতে হবে। এটি বর্তমানের ওয়ার্ড সভার রূপান্তর ঘটিয়ে করা যায় অথবা সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠা করা যায়।
স্থানীয় নাগরিকেরা লটারির মাধ্যমে অথবা বিশেষ বাছাইয়ের মাধ্যমে অ্যাসেম্বলিতে অন্তর্ভুক্ত হবেন, যাতে সব ধরনের নাগরিক অন্তর্ভুক্ত হতে পারেন। এটি রাষ্ট্রের ভেতরে ও বাইরে কাজ করবে, সামষ্টিক জনগণের কাছে প্রতিনিধিদের দায়বদ্ধ করার জন্য।
স্থানীয় সরকারের সব স্তরে থাকা অ্যাসেম্বলিগুলো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট থাকবে। সর্বোচ্চ পর্যায়ে এগুলো জাতীয় স্বাধীন স্থানীয় সরকার কমিশনের সঙ্গে যুক্ত থাকবে এবং কমিশনের কাছে দায়বদ্ধ থাকবে। এতে অ্যাসেম্বলিগুলো সাংবিধানিক বৈধতা এবং তার সঙ্গে এদের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে।
ড. মির্জা হাসান বিআইজিডির জ্যেষ্ঠ গবেষক
মতামত লেখকের নিজস্ব