সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ, যানজটে দুর্ভোগ
Published: 10th, June 2025 GMT
সিলেটের কোম্পানীগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে প্রায় আধা ঘণ্টা সিলেট–কোম্পানীগঞ্জ–ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়।
অবরোধের সময় মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়। এতে কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া পর্যটক ও সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে পল্লী বিদ্যুতের আওতাধীন সিলেটের কোম্পানীগঞ্জে লোডশেডিং বেড়েছে। দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। গতকাল সোমবার রাতে প্রচণ্ড গরমে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকার এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে ও বিদ্যুতের দাবিতে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
এদিকে সড়ক অবরোধের কারণে খাগাইল এলাকায় সিলেটের দিক থেকে কোম্পানীগঞ্জগামী এবং কোম্পানীগঞ্জের দিক থেকে সিলেটগামী যানবাহন মহাসড়কের দুই পাশে আটকা পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন ও পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপকের সঙ্গে আলাপ করে বিষয়টি সমাধান করার আশ্বাস দেওয়া হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি–২–এর কোম্পানীগঞ্জ কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, শুধু কোম্পানীগঞ্জ নয়, পুরো দেশেই গতকাল রাত ১০টার পর থেকে লোডশেডিং হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫