সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ, যানজটে দুর্ভোগ
Published: 10th, June 2025 GMT
সিলেটের কোম্পানীগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে প্রায় আধা ঘণ্টা সিলেট–কোম্পানীগঞ্জ–ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়।
অবরোধের সময় মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়। এতে কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া পর্যটক ও সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে পল্লী বিদ্যুতের আওতাধীন সিলেটের কোম্পানীগঞ্জে লোডশেডিং বেড়েছে। দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। গতকাল সোমবার রাতে প্রচণ্ড গরমে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকার এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে ও বিদ্যুতের দাবিতে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
এদিকে সড়ক অবরোধের কারণে খাগাইল এলাকায় সিলেটের দিক থেকে কোম্পানীগঞ্জগামী এবং কোম্পানীগঞ্জের দিক থেকে সিলেটগামী যানবাহন মহাসড়কের দুই পাশে আটকা পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন ও পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপকের সঙ্গে আলাপ করে বিষয়টি সমাধান করার আশ্বাস দেওয়া হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি–২–এর কোম্পানীগঞ্জ কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, শুধু কোম্পানীগঞ্জ নয়, পুরো দেশেই গতকাল রাত ১০টার পর থেকে লোডশেডিং হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাছ বোঝাই টমটমের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছ বোঝাই টমটমের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিজভী আহমেদ (২৪) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের অপর আরোহী তার চাচাতো ভাই সপ্তম শ্রেণির ছাত্র অনিক।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পুলেরঘাট-হোসেন্দি সড়কের নারান্দি বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিজভী আহমেদ উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন। গুরুতর আহত অনিক পাটুভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম ইদ্রিস আলী।
পরিবার ও স্থানীয়রা জানায়, রিজভী সন্ধ্যার পর তার চাচাতোভাই অনিককে নিয়ে মোটরসাইকেলে পুলেরঘাট থেকে বাড়িতে যাচ্ছিলেন। নারান্দি বাজারের কাছে গাছ বোঝাই টমটমের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অনিককে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বলেন, ‘‘টমটমটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/রুমন/টিপু