জামালপুরে বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ২৫
Published: 10th, June 2025 GMT
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গুদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুল মাজেদ সরদার, রিপন সরদার, রুকন সরদার, বাবু, লাভলু, আব্দুল মালেক, কনের নানা শহিদুল্লাহ, বাবুর্চি বুরুজ। এ সময় ৮ থেকে ১০ জন নারীসহ দুপক্ষের প্রায় ২৫ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকমাস আগে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চর শোভাগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্কর সিদ্দিক তারেকের (২৪) সঙ্গে বিয়ে হয় একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পোশাক শ্রমিক আসাদুল ইসলামের মেয়ে আর্জিনার। বিয়ের সময় মেয়েকে বরের বাড়িতে তুলে দেওয়া হয়নি। পরে আনুষ্ঠানিকভাবে মেয়েকে বরের বাড়িতে তুলে নেওয়ার জন্য উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়। সেই হিসেবে মেয়ের বাবা আনুষ্ঠানিকভাবে মেয়েকে বরের বাড়িতে তুলে দেওয়ার খাবারের আয়োজন করেন।
এ অনুষ্ঠানে পাড়া প্রতিবেশীদেরও নিমন্ত্রণ করা হয়। নিমন্ত্রিত অতিথিদের দুপুর থেকে খাওয়ানো শুরু হয়। বরপক্ষের লোকজন বিকেল ৫টার দিকে আসেন বিয়েবাড়িতে। তারা এসে খাওয়া-দাওয়া শুরু করেন। এ সময় বরপক্ষের লোকজন প্রচুর পরিমাণে খাবার নষ্ট করছিলেন বলে অভিযোগ করেন কনে পক্ষের লোকজন। মেয়ের পক্ষের লোকজন তাদের খাবার নষ্ট করতে নিষেধ করেন। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন। এ সময় বরপক্ষের একজন ছেলে ও মেয়েকে আটকে রাখেন কনেপক্ষের লোকজন। পরে তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও তাদের উদ্ধার করেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
এ বিষয়ে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ সদস্য মো.
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেপক্ষের লোকজনদের উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ আহত ব য় র অন ষ ঠ ন জন আহত উপজ ল এ সময়
এছাড়াও পড়ুন:
সরাসরি: ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর কমছে তেলের দাম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ইসরায়েল ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে।
মঙ্গলবার (২৪ জুন) রয়টার্স জানিয়েছে, বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৬৯ ডলার বা ৩ দশমিক ৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৭৯ ডলারে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭০ ডলার বা ৩ দশমিক ৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪৬ ডলারে।
আরো পড়ুন:
আলজাজিরার বিশ্লেষণ: ইরান-ইসরায়েল সংঘাতের বৈশ্বিক প্রভাব
ইরান হরমুজ প্রণালি বন্ধ করলে কী কী ঘটতে পারে?
মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোও ঊর্ধ্বমুখী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে ‘পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি’ বিষয়ে সম্মতি হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।
তিনি বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’
ঢাকা/ইভা