গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতের পর এক মিনি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই মার্কেটের ৮টি দোকান পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ছাপিলাপাড়া হ্যামস কারখানার সামনে অবস্থিত একটি মিনি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। মার্কেটটির মালিক স্থানীয় মৃত ইজ্জত আলী মুন্সির ছেলে ইলিয়াস আলী।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিনব্যাপী প্রচণ্ড তাপদাহের পর রাত সাড়ে এগারোটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় হঠাৎ মার্কেটের পাশে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই একটি হোটেলের পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা পাশের কাপড়ের দোকান, ট্রেনিং সেন্টার ও অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, “বজ্রপাতের পর মার্কেটের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হোটেল, কাপড়ের দোকান, ট্রেনিং সেন্টার ও ইলেকট্রনিক দোকানের মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

মার্কেটের মালিক ইলিয়াস আলী বলেন, “বৃষ্টির মধ্যেই হঠাৎ বজ্রপাতে একটি দোকানে আগুন ধরে যায়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।”

এ ঘটনায় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা/রফিক/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ