এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী পরিবহনের চাপ বাড়ছে
Published: 11th, June 2025 GMT
ঈদুল আজহার উৎসব শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বুধবার (১১ জুন) সকাল থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বেড়েছে। দূরপাল্লার পরিবহন ছাড়াও বিভিন্ন স্টপেজ থেকে লোকাল বাসে উঠতে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঈদের পর এখন ঢাকামুখী পরিবহনের প্রচুর চাপ থাকবে মহাসড়কে। গতকাল মঙ্গলবার থেকেই এই চাপ বাড়তে শুরু করেছে। আগামী ৩-৪ দিন বাড়তি চাপ থাকবে। গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। বাড়তি টহল টিম রয়েছে মহাসড়কে।
আরো পড়ুন:
পদ্মা সেতুতে সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ টাকা টোল আদায়
গাবতলীতে পরিবহন সঙ্কট, ঘরমুখো মানুষের ভিড়
এক্সপ্রেসওয়ের ভাঙ্গা, সূর্যনগর, পাঁচ্চর থেকে ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, ঈদের আগে বাড়ি ফেরার যে আকুতি থাকে তা বলে শেষ করা যাবে না। অনেক বেসরকারি প্রতিষ্ঠানের ঈদের ছুটি শেষ হওয়ায় জীবিকার প্রয়োজনে তাদের ফিরতে হচ্ছে রাজধানীতে।
এক্সপ্রেসওয়েতে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার অনেক পরিবহন ঢাকার দিকে যাচ্ছে। যাত্রী চাপ থাকায় প্রতিটা পরিবহনেই রয়েছে আসন সংকট। লোকাল বাসে দাঁড়িয়ে ঢাকায় যেতে দেখা গেছে অনেককে। প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলের চাপ রয়েছে সড়কে। তবে, দক্ষিণাঞ্চলগামী লেনে পরিবহনের চাপ কমে এসেছে।
জানা গেছে, ঈদ শেষে গতকাল মঙ্গলবার থেকে ঢাকামুখী পরিবহনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে যারা বাড়িতে এসেছিলেন ঈদ করতে, তাদের অনেকেই ফিরে যাচ্ছেন ঢাকায়। বুধবার ভোর থেকেই পরিবহনে বেড়েছে যাত্রীদের চাপ। এই চাপকে পুঁজি করে ঢাকাগামী পরিবহনে বাড়তি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
ঢাকাগামী যাত্রী সাইফুল আহমেদ বলেন, “একটি দোকানে কাজ করি। ছুটি শেষ হয়েছে গতকাল। একদিন পরে যাচ্ছি। বাসে যাত্রীদের ভিড় অনেক। সূর্যনগর থেকে ৩০০ টাকা নিয়েছে। দাঁড়িয়ে যাচ্ছি। ভাড়া মূলত ২০০ টাকা।”
গতকাল শিবচরের পাঁচ্চরে বাসে অতিরিক্ত ভাড়া রোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় জরিমানা আদায়সহ সতর্ক
করে দেওয়া হয় বাস চালকদের।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, “মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ রয়েছে। ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেড়েছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণসহ যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়কে পুলিশ কাজ করে যাচ্ছে।”
ঢাকা/বেলাল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন পর বহন র গতক ল
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫