আর্জেন্টিনা-ব্রাজিলের ‘সেঞ্চুরি’, ৪৪ বছর বয়সী গোলকিপার, বিশ্বকাপজয়ী ২৬—সংখ্যায় ক্লাব বিশ্বকাপ
Published: 12th, June 2025 GMT
১৪২
ক্লাবে বিশ্বকাপের দলগুলোতে সবচেয়ে বেশি খেলোয়াড় ব্রাজিলের—১৪২ জন। এ ছাড়া ১০০-র বেশি খেলোয়াড় আছে শুধু আর্জেন্টিনার (১০৪)। তালিকায় এরপর আছে স্প্যানিশ (৫৪), পর্তুগিজ (৪৯), আমেরিকান (৪২), মেক্সিকান (৪০), ফরাসি (৩৭), জার্মান (৩৬), ইতালিয়ান (৩৬), মরোক্কান (৩১) এবং দক্ষিণ আফ্রিকান (৩১) খেলোয়াড়েরা।
১১২ক্লাব বিশ্বকাপে যাঁরা খেলবেন তাঁদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল ইন্টার মায়ামির লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে ১১২ গোল করেছেন দলটির বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপর আছেন হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড)—৭৩, লুইস সুয়ারেজ (ইন্টার মায়ামি, উরুগুয়ে)—৬৯, আলেকসান্দার মিত্রোভিচ (আল হিলাল, সার্বিয়া)—৬২, এদিনসন কাভানি (বোকা জুনিয়র্স, উরুগুয়ে)—৫৮, অলিভিয়ের জিরু (এলএ এফসি, ফ্রান্স)—৫৭, মেহদী তারেমি (ইন্টার মিলান, ইরান)—৫৫ ও কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)—৫০।
জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচও মেসির (১৯৩)। এরপর আছেন লুকা মদরিচ (রিয়াল, ক্রোয়েশিয়া, ১৮৮) এবং সের্হিও রামোস (মন্তেরেই, স্পেন ১৮০)।
৪৪ক্লাব বিশ্বকাপ শুরুর দিন ফ্লুমিনেন্সের গোলকিপার ফাবিওর বয়স হবে ৪৪ বছর ২৫৭ দিন। এবারের ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এই ব্রাজিলিয়ানই। এর পরেই আছেন তার ক্লাব সতীর্থ এবং সেন্টারব্যাক থিয়াগো সিলভা (৪০), মামেলোদি সানডাউনসের গোলকিপার ডেনিস ওনিয়াঙ্গো(৪০), রিয়ালের মিডফিল্ডার লুকা মদরিচ (৩৯) এবং পাচুকার ডিফেন্ডার গুস্তাভো কাবরাল (৩৯)।
ফ্লুমিনেন্সের গোলকিপার ফাবিও.