তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 12th, June 2025 GMT
তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। উনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিক তাই যে কোনো সময় তিনি আসতে পারেন। উনি যেই সময় মনে করবেন, তখনই দেশে ফিরতে পারবেন।
বলেছেন, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘‘ভারতে যদি বাংলাদেশের লোক থাকে অবশ্যই তাদেরকে বাংলাদেশ গ্রহণ করবে, তবে সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। কিন্তু তারা এটি অনুসরন না করে জঙ্গল ও রাস্তা দিয়ে পুশ ইন করছে। বেআইনিভাবে অমানবিক পুশ ইন মানা হবে না। সে ব্যাপারে তাদেরকে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে জানানো হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘ভারত থেকে বেআইনিভাবে যারা দেশে আসছে তাদের ধরে করোনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া এয়ারপোর্ট ও ল্যান্ড পোর্ট দিয়ে যারা আসছে তাদের ক্ষেত্রেও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।’’
পরে উপদেষ্টা বিশিয়া কুড়িবাড়িতে বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন।
আজ দুপুরে তার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।
ঢাকা/রেজাউল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে