২০২৫-২৬ মৌসুমের জন্য হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ। চায়নাম্যান বোলিংয়ে বৈচিত্র্য ও কার্যকারিতার কারণে গেল ঢাকা প্রিমিয়ার লিগেই নজরে আসেন তিনি।

নুহায়েলের বোলিং অ্যাকশন ও ধাঁচ নিয়ে আলোচনা শুরু হয় তার প্রিমিয়ার লিগ অভিষেকের আগেই। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে খেলতে নেমে অভিষেক ম্যাচেই ছিলেন আলোচনার কেন্দ্রে। প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক, আর কোচ ছিলেন তার বাবা সালাউদ্দিন। অভিষেক ম্যাচে বাবার হাত থেকেই ক্যাপ পাওয়ার মুহূর্তটি ক্রিকেটপাড়ায় ছিল বেশ আবেগঘন। তবে পরিচিতি ছেলের নয়, গুণের কারণে মিলেছে বিসিবির নজর।

এইচপি স্কোয়াড মূলত জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রস্তুত রাখার প্ল্যাটফর্ম। স্পিন বিভাগে সানদিদের সঙ্গে রয়েছেন নাঈম আহমেদ, স্বাধীন ইসলাম ও নাইম হোসেন সাকিব। স্পিন অলরাউন্ডারদের তালিকায় আছে রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আশরাফুল হাসান ও ওয়াসি সিদ্দিকি।

পেসারদের মধ্যে রিপন মণ্ডল ও মারুফ মৃধার সঙ্গে যুক্ত হয়েছেন মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল ও আব্দুল গাফফার। পেস অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরীফ ও আব্দুল্লাহ আল মামুন।

ব্যাটিং বিভাগে টপ অর্ডারে আছেন মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, হাবিবুর রহমান সোহান ও আইচ মোল্লা। মিডল অর্ডারে সুযোগ পেয়েছেন আরিফুল ইসলাম, প্রীতম কুমার ও আহরার আমিন।

একনজরে এইচপি স্কোয়াড: মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, হাবিবুর রহমান সোহান, আইচ মোল্লা, আরিফুল ইসলাম, প্রীতম কুমার, আহরার আমিন, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আশরাফুল হাসান, ওয়াসি সিদ্দিকি, তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, নাঈম আহমেদ, নুহায়েল সানদিদ, স্বাধীন ইসলাম, নাঈম হোসেন সাকিব, রিপন মণ্ডল, মারুফ মৃধা, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল ও আব্দুল গাফফার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এইচপ স ক য় ড র রহম ন ল ইসল ম আহম দ

এছাড়াও পড়ুন:

৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা

টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।

১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।

আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫

হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।

প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা