সঙ্গী দাবাড়ুকে ঢাকায় ফেরত পাঠাল দিল্লি ইমিগ্রেশন, রানী হামিদ এখন একা
Published: 12th, June 2025 GMT
ভারতের দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিত ও দুঃখজনক এক ঘটনার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের দুই দাবাড়ু—কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার রানী হামিদ ও রেটেড দাবাড়ু আছিয়া সুলতানা। দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে আছিয়াকে, যিনি রানী হামিদের একমাত্র সঙ্গী হিসেবে গিয়েছিলেন এ সফরে।
৬ জুন সন্ধ্যায় রানী হামিদ ও আছিয়া সুলতানা দিল্লিতে পৌঁছান। কিন্তু বিমানবন্দরেই আছিয়াকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকে দেয়। তাদের দাবি, আছিয়া আগেরবার মেডিকেল ভিসায় ভারতে গিয়ে চিকিৎসা না করিয়ে একটি দাবা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন, যা ভিসার নিয়ম লঙ্ঘনের শামিল। ফলে এবার তাঁকে ভারতে ঢুকতেই দেওয়া হয়নি।
সারা রাত দিল্লি বিমানবন্দরে থাকতে হয় আছিয়াকে। পরদিন শনিবার (ঈদুল আজহার দিন) সকালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। এতে একা হয়ে যান ৮০ বছর পার করা রানী হামিদ। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় সফরে সাধারণত সঙ্গে কাউকে রাখতে চান রানী। আছিয়া সুলতানাই ছিলেন এ সফরে তাঁর ভরসা। কিন্তু আছিয়াকে ফেরত পাঠানোয় রানীর চলাফেরা ও খেলায় প্রভাব পড়ছে।
রানী হামিদ দিল্লিতে ভারতের টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘খুব খারাপ লাগছে। আমার সঙ্গে যিনি ছিলেন, তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি। সারা রাত বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। ও তো কোনো অপরাধ করেনি। শুধু দাবা খেলেছে!’ তিনি আরও বলেন, ‘আমি কখনো একা সফর করি না। এবার আছিয়া ছিল বলেই সাহস করে এসেছি। এখন আমি একা হয়ে গেছি।’
৩৬ বছর বয়সী আছিয়া সুলতানা বলেন, আগেরবার তিনি সত্যিই মেডিকেল ভিসায় গিয়েছিলেন। চেন্নাইয়ের এক হাসপাতালে চিকিৎসক দেখানোর পরিকল্পনা ছিল, কিন্তু পরে জানা যায় ওই সময় তাঁর চিকিৎসক শহরে ছিলেন না। সে কারণে তিনি কাশ্মীরে একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশ নেন। সেখান থেকে ফিরে চিকিৎসক দেখানোর সুযোগ না হওয়ায় তিনি ঢাকায় ফিরে আসেন।
আছিয়া আজ প্রথম আলোকে বলেন, ‘আমি তো জানতাম না মেডিকেল ভিসায় গিয়ে দাবা খেলা যাবে না। তখন যদি কেউ সতর্ক করত বা নিষেধ করত, তাহলে আজ এই পরিস্থিতি হতো না। আমন্ত্রণপত্র ছিল। এবার যখন দিল্লি গেলাম, তখন জানলাম আমার বিরুদ্ধে এমন অভিযোগ আছে।’ তবে দাবা–সংশ্লিষ্টদের অনুমান, আছিয়ার বিরুদ্ধে কেউ হয়তো অভিযোগ করেছে। তার ভিত্তিতেই ইমিগ্রেশন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতে এখন ভিসাব্যবস্থা বেশ কড়াকড়ি। রানী ও আছিয়া এবার গিয়েছিলেন ‘সার্ক ভিসা’তে, যা সাধারণত সরকার অনুমোদিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে তাঁরা এই ভিসা পান। তবু আগের ভিসা নীতি লঙ্ঘনের অভিযোগে আছিয়ার ভারত–প্রবেশ আটকে দেওয়া হয়। অনেক বাংলাদেশি দাবাড়ুই আগেও মেডিকেল বা অন্য ভিসায় ভারতে গিয়ে দাবা খেলেছেন, তখন কোনো সমস্যা হয়নি।
তবে আয়োজক দিল্লি দাবা সংস্থা তাঁকে যথেষ্ট সম্মান ও সহানুভূতির সঙ্গে গ্রহণ করেছে জানিয়ে রানী বলেন, ‘এখানে ভালোই আছি। আয়োজকেরা খুব সম্মান দিয়েছে। তবে একা হয়ে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।’
২১তম দিল্লি ইন্টারন্যাশনাল ওপেন গ্র্যান্ডমাস্টারস চেস টুর্নামেন্ট শুরু হয়েছে ৭ জুন। টুর্নামেন্টের প্রাইজমানি ৫১ লাখ রুপি। আছিয়া ও রানী হামিদ এর আগে একসঙ্গে তিনবার বিদেশে সফর করেন। সর্বশেষ যান শ্রীলঙ্কায়। আছিয়া শুধু দাবাড়ু নন, আন্তর্জাতিক ক্যারম খেলোয়াড়ও।
তিনি বলেন, ‘আমি যাব বলেই হয়তো রানী আপা এই বয়সে সাহস করে দিল্লি গেছেন। বিমানবন্দরে আমাকে জড়িয়ে ধরে বলছিলেন, “একা কীভাবে থাকব?” তাঁর কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম
উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।
এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকা/রায়হান/রফিক