বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে
Published: 13th, June 2025 GMT
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের কিছু অংশে বিক্ষোভ দমনে দ্বিতীয় দিনের মতো গত বুধবারও কারফিউ জারি করা হয়েছে। ‘অবৈধ’ অভিবাসনবিরোধী অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ধরপাকড় সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে লস অ্যাঞ্জেলেসে এরই মধ্যে ৪ হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সদস্য মোতায়েন করা হয়েছে। মেরিন সদস্যরা স্থানীয় সময় গতকাল থেকে সক্রিয় হয়েছেন। বুধবার পর্যন্ত গ্রেপ্তারির কর্মকাণ্ড চালিয়েছে পুলিশ। কিন্তু এখন শর্ত সাপেক্ষে ন্যাশনাল গার্ড সদস্যদেরও গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত গ্রেপ্তার প্রায় ৪০০ ব্যক্তির মধ্যে ৩৩০ জনই অনিবন্ধিত অভিবাসী। এ ছাড়া পুলিশের কাজে বাধা দেওয়া এবং হামলার অভিযোগে আরও ১৫৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
৫০৫০১ নামটির মানে হলো, ‘৫০টি প্রতিবাদ, ৫০টি রাজ্য, ১টি আন্দোলন।’ ৫৫০১ ওয়েবসাইটে বলা হয়েছে, ‘দুর্নীতি সহ্যসীমা ছাড়িয়ে গেছে। কোনো সিংহাসন নয়। কোনো মুকুট নয়। কোনো রাজাও নয়।’মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের তথ্যমতে, এখন পর্যন্ত দুটি পৃথক ঘটনায় পুলিশ কর্মকর্তাদের দিকে মলোটভ ককটেল ছোড়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বুধবার রাতে দ্বিতীয় দিনের মতো কারফিউ জারির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ‘যারা প্রেসিডেন্টের উসকে দেওয়া বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিচ্ছে, তাদের ঠেকানো।’ ডেমোক্রেটিক পার্টির এই মেয়র এর আগে অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানই বিক্ষোভের সূত্রপাত ঘটিয়েছে। এই অভিযান এলাকায় ‘ভয়’ ও ‘আতঙ্ক’ ছড়িয়েছে এবং বাসিন্দাদের উসকে দিয়েছে।
লস অ্যাঞ্জেলেস ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ইলিনয়ের শিকাগো, টেক্সাসের অস্টিন, নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে, ওয়াশিংটনের সিয়াটল, ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। আগামীকাল শনিবার ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ‘৫০৫০১’ নামের একটি প্ল্যাটফর্ম। শনিবারকে তারা ‘কর্তৃপক্ষের আদেশ অমান্যের দিন’ বা ‘আ ডে অব ডিফায়েন্স’ ঘোষণা করেছে।
এদিন নো কিংস স্লোগানে ১ হাজার ৮০০-এর বেশি বিক্ষোভ-সমাবেশ করবে ‘৫০৫০১’। ওই দিনই ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাকতালীয়ভাবে এ দিনই ট্রাম্পের ৭৯তম জন্মদিন।
৫০৫০১ নামটির মানে হলো, ‘৫০টি প্রতিবাদ, ৫০টি রাজ্য, ১টি আন্দোলন।’ ৫৫০১ ওয়েবসাইটে বলা হয়েছে, ‘দুর্নীতি সহ্যসীমা ছাড়িয়ে গেছে। কোনো সিংহাসন নয়। কোনো মুকুট নয়। কোনো রাজাও নয়।’
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ন্যাশনাল গার্ড ও মেরিন সদস্য মোতায়েনে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন। জেলা জজ চার্লস ব্রেয়ার স্থানীয় সময় গতকাল এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি করার কথা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: লস অ য ঞ জ ল স য ক তর ষ ট র র সদস য
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫