কল্পনা চাকমার অপহরণের ২৯তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নারী সমাবেশ থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার বেতছড়ি এলাকায় তাঁদের ওপর হামলা হয়।

হামলার শিকার তিনজন হলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষক অলিউর সান, বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন ও লেখক মার্জিয়া প্রভা।

তাঁদের অভিযোগ, নারী সমাবেশে যাওয়ার কারণে কাউখালী সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদল সভাপতি মো.

ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তাঁদের ওপর হামলা করেন।

বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন প্রথম আলোকে বলেন, ‘হিল উইমেনস ফেডারেশন নারী সমাবেশের আয়োজন করেছিল। সেখান থেকে বক্তৃতা দিয়ে আমরা ফিরছিলাম। আমরা তিনজন ছিলাম সিএনজিচালিত অটোরিকশায়। বিকেল সাড়ে চারটার দিকে একটি মোটরসাইকেল এসে আমাদের অটোরিকশা থামান। তিনজন ছিলেন ওই মোটরসাইকেলে।’

নূজিয়া হাসিন বলেন, ‘মোটরসাইকেল থেকে নেমেই আমাদের ওপর হামলা শুরু করেন দুজন। আমাদের ইউপিডিএফ সন্ত্রাসী আখ্যা দিয়ে চড়–থাপ্পড় মারা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, হামলাকারীদের দুজন স্থানীয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।’

অভিযোগের বিষয়ে ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেনের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান দাবি করেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। ঘটনাটি তিনি আজ শুক্রবার সকালে জেনেছেন। ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি অনেক দূরে। তিনি সেখানে যাননি। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ তিনজনকে তিনি চেনেন না।

এক প্রশ্নের জবাবে নাঈম বলেন, গতকাল বিকেল সাড়ে চারটায় তিনি উপজেলাতেই ছিলেন। সভাপতি ইমরান হোসেনের ভাই অসুস্থ, হাসপাতালে ভর্তি। ফলে সভাপতিরও ঘটনাস্থলে যাওয়ার কথা নয় বলে দাবি করেন তিনি।

নূজিয়া হাসানের অভিযোগ, ‘হামলাকারীরা চলে যাওয়ার পর আমরা কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামকে ফোনে ঘটনাটি জানাই। তাঁকে পুলিশ পাঠাতে অনুরোধ করি। ঘটনাটি তাঁর থানা এলাকায় ঘটেছে কি না, সেটি নিয়েও অনেকক্ষণ কথা হয়। পরে ঈদের ছুটির কথা বলে তিনি পুলিশ পাঠাননি। তবে আমাদের থানায় যাওয়ার কথা বলেন। আমরা নিরাপত্তাজনিত কারণে আর থানায় যাইনি। এরপর চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামানকে বিস্তারিত জানিয়েছি। তিনি অনলাইনে সাধারণ ডায়েরি ও পরে মামলা করার পরামর্শ দেন।’

এ ঘটনার বিষয়ে জানতে আজ বিকেল পাঁচটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাটি রাঙামাটি জেলার। তাঁর এলাকা চট্টগ্রাম। তিনি তাঁদের স্থানীয় থানায় যোগাযোগের পরামর্শ দেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম দাবি করেন, তাঁর থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ফলে তাঁর আইনিভাবে কিছুই করার নেই। অবশ্য একজন (মারজিয়া প্রভা) তাঁকে ফোন করেছিলেন। তিনি যে জায়গার নাম দেন, সেটি থানা থেকে তিন কিলোমিটার দূরে।

এরপর পাশের রাঙ্গুনিয়া থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কবির মৃধা প্রথম আলোকে বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। এ ছাড়া ঘটনাটি যেখানে ঘটেছে, সেটি তাঁর থানায় পড়েছে কি না, এ বিষয়ে নিশ্চিত নন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র ঘটন ট ত নজন

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ