ডেঙ্গু প্রতিবছরই হানা দিচ্ছে। গত বছর দেখা গেছে কক্সবাজার জেলায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। এ বছর সেই প্রবণতা দেখা যাচ্ছে দেশের আরেক প্রান্তে বরিশালের বরগুনায়। কি ডেঙ্গু, কি করোনাভাইরাস—কোনো সংক্রমিত রোগ হানা দেওয়ার আগে যে সতর্কতা থাকে, তা আমলে নেওয়া হয় না বললেই চলে। ফলে এর ভুক্তভোগী হতে হয় সাধারণ মানুষকে। এবার বরগুনার ক্ষেত্রেও সেটি দেখা গেল। আগাম সতর্কতা দেওয়ার পরও সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বৃষ্টি মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশে বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। তবে এবার সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে বরিশাল বিভাগে, বিশেষ করে বরগুনা জেলায়। পুরো দেশের মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর ২৭ শতাংশ এই একটি জেলাতেই শনাক্ত হয়েছে। ফলে একটি জেলাতেই ডেঙ্গুর এই প্রকোপ অবশ্যই উদ্বেগজনক।
চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে প্রায় সাড়ে পাঁচ হাজার জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগেই রোগী ২ হাজার ৩৬৪ জন, যার ১ হাজার ৪৮৫ জনই আবার উপকূলীয় জেলা বরগুনার। জেলাটির চিত্র আরও করুণ, সেখানে আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে তিনজন নারী।
এই পরিস্থিতির পেছনে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার গাফিলতি আছে, তাতে কোনো সন্দেহ নেই। কীটতত্ত্ববিদেরা জানুয়ারিতে সতর্ক করেন, বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বাড়বে। সব জেনেও কোনো পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখন রীতিমতো ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে জেলাটি। বরগুনা সদর হাসপাতালের চিকিৎসকেরা ইতিমধ্যে জানিয়েছেন, ডেঙ্গুর চাপ সামাল দিতেই তাঁরা হিমশিম খাচ্ছেন, অন্য রোগীদের চিকিৎসা কার্যক্রমও কার্যত ব্যাহত হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটিতেও মৃত্যু বেশি—এটাই দেখিয়ে দেয়, সমস্যা কেবল মশা নয়, বরং তা নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যর্থতা ও অবহেলা। মার্চ থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়লেও তেমন কার্যকর পদক্ষেপ ছিল না। সঠিক সময়ে পরিচ্ছন্নতা অভিযান, মশার উৎপত্তিস্থল ধ্বংস, সচেতনতা কার্যক্রম—এই মৌলিক কাজগুলো অবহেলিত ছিল বলেই এমন পরিস্থিতি তৈরি হলো। ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশনে মশা নিয়ন্ত্রণ নিয়ে যে তৎপরতা থাকা দরকার, তা দেখা যাচ্ছে না।
এখন বরগুনার দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। জরুরি ভিত্তিতে বরগুনাসহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ মেডিকেল টিম, পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ এবং আইসোলেশন বেড সরবরাহ করতে হবে। স্থানীয় প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও মশা নিধন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বরগ ন
এছাড়াও পড়ুন:
কারও ওপর আক্রমণ হলে যৌথভাবে জবাব দেবে পাকিস্তান ও সৌদি আরব
পাকিস্তান ও সৌদি আরব ‘কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক হয়। সেখানে দুই নেতা চুক্তিতে সই করেন।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে দুই দেশের নিরাপত্তা বৃদ্ধি ও নিজেদের সুরক্ষিত করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে ‘প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারত্ব...ভ্রাতৃত্ব ও ইসলামি সংহতির বন্ধন...অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার’ ভিত্তিতে এ চুক্তি সই করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, দু্ই পক্ষ ও তাদের প্রতিনিধিদল উভয় দেশের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেছে। একই সঙ্গে দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে পর্যালোচনা করা হয়েছে।
এর আগে সৌদি আরব সফররত শাহবাজ শরিফ ইয়ামামা প্রাসাদে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তিনি।