ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানিয়েছে, তারা ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে। দুই পক্ষের সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তা তুলে ধরা হলো—

* ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের রাতভর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ২০০ জনের বেশি। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।

* ইসরায়েলের দাবি, ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় বাজান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

* ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারাও ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছে।

* ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান ‘আত্মরক্ষার্থে’ কাজ করছে। ইসরায়েল হামলা বন্ধ করলেই ইরানও যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমিত করবে।

* ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ইসফাহানে একটি প্রতিরক্ষা স্থাপনা ও শিরাজে একটি ইলেকট্রনিকস কারখানায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েল ইরানের নাগরিকদের সতর্ক করে বলেছে, ‘অস্ত্র তৈরির কারখানা ও সহায়ক প্রতিষ্ঠানের’ আশপাশের এলাকা ছেড়ে যেতে।

আরও পড়ুনহরমুজ প্রণালি কী, ইসরায়েলের বিরুদ্ধে ইরান কি তার ‘ট্রাম্প কার্ড’ ব্যবহার করবে২ ঘণ্টা আগে

* মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইসরায়েলের হামলায় ওয়াশিংটনের ‘কোনো সম্পৃক্ততা নেই’। তিনি তেহরানকে যুক্তরাষ্ট্রে ‘যেকোনো ধরনের’ আক্রমণ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন।

* ইসরায়েল জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ থাকবে। ইরানও তাদের আকাশসীমার নিষেধাজ্ঞা আজ স্থানীয় সময় বেলা ৩টা পর্যন্ত বাড়িয়েছে।

আরও পড়ুনইরানে হামলা নিয়ে ট্রাম্প শিবিরে বিভক্তি, যুক্তরাষ্ট্রও কি সংঘাতে জড়িয়ে পড়বে৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল র

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ