বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন করেছে। আজ রোববার থেকে এটি চালু হয়েছে। ব্যাংকটি বলছে, এর ফলে সেবার মান আরও উন্নত, প্রযুক্তিনির্ভর হবে। সেই সঙ্গে ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং সেবার এক নতুন অধ্যায়ের সূচনা ঘটবে। নতুন এই কোর ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো ওপেন এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করল ইউসিবি, যা হালনাগাদ ১৪.

৭ ভার্সনের। বিশ্বব্যাপী ষষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এ আধুনিক সংস্করণ চালু করেছে ইউসিবি।

ব্যাংকটির গুলশানের প্রধান কার্যালয়ে আজ অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ প্রযুক্তির বিস্তারিত তুলে ধরেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওরাকলের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাংকটি জানায়, ইউসিবি ডিজিটাল ব্যাংকিং সেবার রূপান্তরের অংশ হিসেবে ফ্রেক্সকিউব ইউনিভার্সেল ব্যাংকিং সলিউশন এর ১২.২ থেকে সংস্করণ ১৪.৭-এ উত্তরণ সম্পন্ন করেছে। ফলে মাইক্রোসার্ভিস আর্কিটেকচারের মাধ্যমে ব্যাংকটিতে এখন হিসাব খোলা, ঋণপ্রক্রিয়াকরণ কিংবা নিরাপত্তা যাচাই আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে। এতে প্রযুক্তিগত স্থিতিশীলতা, সেবার গতিশীলতা ও বহু গ্রাহকের একযোগে সেবা গ্রহণের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। ওপেন এপিআই ব্যাংকিং প্রযুক্তি ইউসিবিকে গ্রাহকের অনুমোদনের ভিত্তিতে বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন বা ফিনটেক প্ল্যাটফর্মের সঙ্গে নিরাপদভাবে তথ্য ও সেবা বিনিময়ের সুযোগ করে দিয়েছে। ফলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন তাঁদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড আর্থিক সেবা, যা বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্মে দ্রুত সংযুক্তির সুবিধা, ব্যাংকিং সেবার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা এবং উদ্ভাবনী ফিনটেক এবং স্টার্টআপদের সঙ্গে সহজ অংশীদারত্বের সম্ভাবনা বাড়াবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘নতুন এ প্রযুক্তির ফলে ইউসিবি এখন দ্রুত ও উন্নত সেবা দিতে পারবে। বিদেশে ব্যাংকগুলো যে ধরনের সেবা দেয়, আমাদেরও সে ধরনের সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’

ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, নতুন এ প্রযুক্তির ফলে সরাসরি গ্রাহকের চাহিদামতো সেবা দেওয়া সম্ভব হবে। আগে বিদেশে ফোন করতে হলে কারও মাধ্যমে যেতে হতো। এখন সরাসরি ফোন করা যায়। ঠিক একইভাবে যেকোনো ব্যাংকিং সেবা এখন সরাসরি দেওয়া সম্ভব হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ল য টফর ম গ র হক র নত ন এ ইউস ব

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ