মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
Published: 15th, June 2025 GMT
মাদারীপুরের শিবচর ও কালকিনিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) সকাল ও দুপুরে তারা মারা যান।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান সিদ্দিক (২৫) নামে এক যুবক মারা যান। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার শুকুর শেখের ছেলে।
পুলিশ জানায়, আজ দুপুরে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন ইমরান। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বামনকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কের পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
নরসিংদীতে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১
শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, আজ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনির ভূরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।
কালকিনি থানার ওসি আল মামুন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/বেলাল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত ঘটন য় শ বচর
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জিডি
ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সর্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গামান্দিরের কালীপ্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় জিডি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
গত বুধবার বিকেলের মধ্যেই প্রতিমার ভেঙে ফেলা অংশগুলো মেরামত করা হয়। ওই প্রতিমা নির্মাণশিল্পী কানাইপুরের বিজন পাল প্রতিমাটি মেরামত করেন। এ জন্য আনুষঙ্গিক ব্যয় হয়েছে আড়াই হাজার টাকা।
মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি বাসুদেব বিশ্বাস বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম আমাদের জানা নেই। এ জন্য মামলা হয়নি।’
বাসুদেব বিশ্বাস আরও বলেন, প্রতিমা মেরামতের টাকা জেলা পুলিশ দিতে চেয়েছিল। কিন্তু তাঁরা তা গ্রহণ না করে নিজেরাই এর ব্যয়ভার বহন করেন।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন বলেন, আগামী রোববার (৩ আগস্ট) এলাকাবাসীকে নিয়ে ওই মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মন্দিরের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এলাকায় গোয়েন্দা তল্লাশি চালানো হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে কোনো এক সময় কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সর্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।