বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়াতে শ্রীলঙ্কা সফরে গেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধিদল। শ্রীলঙ্কায় বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এই সফর বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা চেম্বার।

ঢাকা চেম্বারের ২২ সদস্যের একটি প্রতিনিধিদল এই সফরে গেছে। সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ সোমবার দুপুরে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

এ সফরে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি আগামী তিন দিন যথাক্রমে সিলন চেম্বার অব কমার্স, ন্যাশনাল চেম্বার অব এক্সপোর্টার্স অব শ্রীলঙ্কা এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা সভায় অংশ নেবে।

সফরের মাধ্যমে প্রতিনিধিদলের সদস্যরা দুই দেশের মধ্যেকার বাণিজ্য জোরদার ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবেন। সফরকালে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল শ্রীলঙ্কার শিল্পবিষয়ক মন্ত্রীসহ পররাষ্ট্র ও অর্থ উপমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা চেম্বার আরও জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৬৩৬ কোটি টাকা। তবে বাণিজ্য সম্ভাবনা পুরোপুরি ব্যবহারে দুই দেশের মধ্য আরও গভীর সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা বিবেচনায় কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যসেবা, ওষুধশিল্প, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদন ও শিল্প, নির্মাণ ও অবকাঠামো, সরবরাহ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সেবা ও আর্থিক সেবার মতো সম্ভাবনাময় খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ বাড়াতে ঢাকা চেম্বারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ম ব র অব

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ