কালিয়াকৈর বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, এক নেতা গ্রেপ্তার
Published: 16th, June 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সোমবার বিকেলে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে উপজেলা বিএনপির একটি পক্ষ বিক্ষোভ করেছে।
বিএনপি কর্মী উপজেলার চন্দ্রা পলানপাড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রিপন মিয়া মামলাটি করেন। মামলায় পারভেজ আহমেদকে প্রধান করে ছয়জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২০ থেকে ৩০ জনকে।
আরও পড়ুনকালিয়াকৈরে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া১৫ জুন ২০২৫এজাহারনামীয় আসামিরা হলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্যসচিব রফিকুল ইসলাম, সূত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.
বাদী মামলায় উল্লেখ করেছেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলে গত রোববার দুপুরে আহ্বায়ক কমিটি মিছিল বের করে। মিছিলটি দুপুর ১২টার দিকে কালিয়াকৈর সাহেববাজার বাইপাস রোড এলাকায় পৌঁছালে এহাজারনামীয় আসামিরাসহ অজ্ঞাত ২০-৩০ জন ককটেল, রামদা, চাপাতি, ধারালো ছুরি, কুড়াল, রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে পথ রোধ করে। একপর্যায়ে তারা হামলা চালায়। এতে মামলার বাদীসহ কয়েকজন আহত হন।
নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, মামলা দায়েরের আগেই কালিয়াকৈর থানা ও গাজীপুর ডিবি পুলিশ রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে আটক করে। তবে সকাল আটটার দিকে ডিবি পুলিশ হেলাল উদ্দিনকে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করে। এরপর মামলা দায়ের করার পর পুলিশ ওই মামলায় পারভেজ আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শরিফুল হক জানান, বিএনপি নেতা পারভেজ আহমেদকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে বিচারক মঙ্গলবার শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা দাবিকে করে কালিয়াকৈর উপজেলা বিএনপির একটি অংশ প্রতিবাদ সভা করেছে। এ সময় তাঁরা উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিনকে আটক এবং সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে গ্রেপ্তারের নিন্দা জানান। সোমবার বিকেল চারটায় উপজেলার সাহেববাজার এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় হেলাল উদ্দিন বলেন, ‘১৬–১৭ বছর আন্দোলন-সংগ্রামে ছিল, যেসব নেতা-কর্মী অত্যাচারের শিকার হয়েছেন, এই কমিটি এবং দলের প্রতি আমাদের শতভাগ আনুগত্য আছে। কিন্তু যখন দেখলাম আওয়ামী লীগের লোকজন দিয়ে এই কমিটি করা হয়েছে, কমিটিতে ৮ থেকে ১০ জন আওয়ামী লীগের দোসর রয়েছে, যাদের ছবি আমরা দেখাতে পারব, যখন কর্মীরা এগুলো দেখেছে তখন তাদের রক্তক্ষরণ হয়েছে। ছাত্ররাজনীতি থেকে আজকে আমরা বিএনপি নেতা হয়েছি। ১৭ বছর আমার নির্যাতনের শিকার হয়েছি। জেলজুলুম উপেক্ষা করে নেতা-কর্মীরা মাঠে ছিলেন। এ মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা ত্যাগী দলের নিবেদিতপ্রাণ। আর যারা মামলা করেছে তারা হচ্ছে ৫ আগস্টের পর দলে আসা হাইব্রিড নেতা।’
জেলার কয়েকটি উপজেলার আহ্বায়ক কমিটি বাতিলের দাবি ওঠার বিষয়ে জানতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হকের মুঠোফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া গেছে। যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল ইসলাম ফোন ধরেননি।
এদিকে গ্রেপ্তার বিএনপি নেতাকে পারভেজ আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলে কোন্দল, সংঘাত সৃষ্টিসহ দলীয় নীতি এবং আদর্শবিরোধী নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী পারভেজ আহমেদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক র উপজ ল প র আহ ব উপজ ল র র সদস য ক কম ট
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট