সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ভারতীয় দম্পতিকে ফেরত নিল বিএসএফ
Published: 16th, June 2025 GMT
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত এলাকা দিয়ে গত শনিবার ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিচয় যাচাইয়ে দেখা যায় আটক ব্যক্তিদের মধ্যে এক দম্পতি ভারতের নাগরিক।
এরপর আজ সোমবার ওই দম্পতিকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চাপসার সীমান্ত এলাকার ৩৪৭ নম্বর মূল পিলারের ১ নম্বর সাব–পিলার এলাকায় ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে। এর মধ্যে ৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬টি শিশু ছিল। সবার পরিচয় যাচাই করতে গিয়ে বিজিবি এক দম্পতিকে ভারতীয় নাগরিক বলে শনাক্ত করে। তাঁরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার হরিহরপুর গ্রামের তাহাজুর মণ্ডলের ছেলে ফজের মণ্ডল (২১) ও উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পাঁচবাড়িয়া গ্রামের ইসহাক মণ্ডলের মেয়ে তাছলিমা মণ্ডল (১৯)।
বিজিবি সূত্র আরও জানায়, পুশ ইন করা দুই ভারতীয়কে ফেরত পাঠানোর জন্য বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বিএসএফ ৮৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এর ধারাবাহিকতায় আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে সীমান্তের ৩৪৯ নম্বর পিলারের ৫ নম্বর সাব–পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আয়োজন করা হয়।
আরও পড়ুনদিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে দিল বিএসএফ১০ জুন ২০২৫বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, বৈঠক শেষে রাত সোয়া আটটার দিকে ভারতীয় দম্পতিকে বিএসফের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি বলছে, ফজের মণ্ডল স্ত্রী তাছলিমা মণ্ডলকে সঙ্গে নিয়ে প্রথমে ভারতের কর্ণাটকে শ্রমিকের কাজ করতেন। পরে সেখান থেকে মহারাষ্ট্রে কাজ করতে যান। সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি অভিযানে কয়েকজন অনুপ্রবেশকারীর সঙ্গে তাঁদের আটক করা হয়েছিল।
আরও পড়ুনসীমান্ত পার হয়ে ভারতে যাওয়া ১৫ গরু ফেরত পাঠিয়েছে বিএসএফ১৫ জুন ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এসএফ
এছাড়াও পড়ুন:
সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী
অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়। ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়।
আরো পড়ুন:
কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির
অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প
বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।
বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।
ঢাকা/সুচরিতা/ফিরোজ