ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ভয়াবহ হামলা
Published: 17th, June 2025 GMT
ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে রাশিয়ার নতুন এই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
তিন বছরেরও বেশি সময় আগে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু হওয়ার পর আজ মঙ্গলবার এই হামলাটি কিয়েভে সবচেয়ে বড় বোমা হামলাগুলোর মধ্যে একটি। খবর বিবিসির।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, রাশিয়া মোট ৪৪০টি ড্রোন ও ৩২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
আরো পড়ুন:
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে ইইউ
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলায় যুক্তরাজ্য ১০০ শতাংশ জড়িত: মস্কো
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান বিমান প্রতিরক্ষা ইউনিট রাতভর ১৪৭টি ইউক্রেনীয় ড্রোন আটক করে ধ্বংস করেছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, কিয়েভে হামলা নয় ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে– মধ্যরাতের আগে থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত বাসিন্দারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
কর্মকর্তারা আরো জানিয়েছেন, রাশিয়ার হামলায় কিয়েভের মোট ২৭ জেলা অগ্নিকাণ্ডের কবলে পড়েছে।
ইউক্রেনের সাংসদ লেসিয়া ভ্যাসিলেনকো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “একটি ভয়াবহ দুঃস্বপ্নের রাত কাটিয়েছে: ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছে এবং পূর্ণ ভবন ধসে পড়েছে।”
তিনি জানান, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে এখনও মানুষকে উদ্ধার করার জন্য কাজ করছে।
রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় শহরগুলোর বিরুদ্ধে বিমান হামলা তীব্র করেছে, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ফেলার জন্য বিশেষ ধরনের নতুন ড্রোন ও ডিকয় পাঠানোর কৌশল ব্যবহার করছে।
যুদ্ধবিরতির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ইউক্রেনও রাশিয়ায় পাল্টা হামলা অব্যাহত রেখেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাম্প্রতিকতম হামলাকে ‘বিশুদ্ধ সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।
তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে বড় আকারের হামলার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, “এটি খারাপ, যখন বিশ্বের ক্ষমতাধররা রাশিয়ার কর্মকাণ্ডের প্রতি অন্ধ থাকে। তিনি আরো বলেন, “সন্ত্রাসীদেরই ব্যথা অনুভব করা উচিত; সাধারণ, শান্তিপ্রিয় মানুষদের নয়।”
ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, দক্ষিণ ইউক্রেনের ওডেসা শহরেও ড্রোন হামলা হয়েছে, যার ফলে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার আশা করেছিলেন, কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন।
এই খবর জেলেনস্কি ও তার প্রশাসনের জন্য একটি ধাক্কা হিসেবে এসেছে, কারণ ইউক্রেন কৌশলগত ও সামরিক লক্ষ্যের জন্য জি৭ সম্মেলনে মার্কিন সমর্থন পাওয়ার প্রত্যাশায় ছিল।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন ইউক র ন র র জন য বল ছ ন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে