আরমান মনসুরকে নিয়ে সিনেমা চান ন্যান্সি, রাফী বললেন ‘ওকে’
Published: 17th, June 2025 GMT
ঈদে সবচেয়ে বড় ছবি সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। শাকিব ছাড়াও যে চরিত্রটি দর্শককে তুমুল আকৃষ্ট করেছে, সেটি হলো সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করা আফরান নিশো এবং সিয়াম আহমেদ। এতে সাদা এক চোখা ভয়ংকর লুকে ধরা দিয়েছেন সিয়াম।
সিনেমাপ্রেমীদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে সিয়ামের নাম। আরমান মনসুরের চরিত্রে চেনা সিয়ামকে অচেনা রূপে পর্দায় হাজির করেছেন নির্মাতা রায়হান রাফী।
কেউ বলছেন, ‘ছবিতে শাকিব খান ছিলেন দুর্দান্ত, তবে সিয়াম জোস!’ কেউ আবার বলছেন, ‘এই সিনেমায় শাকিব খান যদি বেস্ট হন, তাহলে ম্যান অব দ্য ম্যাচ সিয়াম।’
অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সাধারণ দর্শক থেকে শুরু শোবিজ তারকরা। আরমান মনসুরকে নিয়ে সিনেমা নির্মাণের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা বলেন। ওই পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমা দেখতে চাই।’
জনপ্রিয় কণ্ঠশিল্পীর পোস্টের মন্তব্যের ঘরে নির্মাতা রাফীও সহমত প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে রাফী লিখেছেন, ‘ওকে, নাজমুন মুনিরা ন্যান্সি আপু।’
ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: স য় ম আহম দ
এছাড়াও পড়ুন:
কাভার্ডভ্যানের চাপায় যুবক নিহত, স্ত্রী ও দুই সন্তান আহত
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া চায়েরি বাজার এলাকায় কাভার্ডভ্যানের চাপায় পাইশিথোয়াই মারমা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও দুই সন্তান।
রবিবার (২ নভেম্বর) দুপুরে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পাইশিথোয়াই মারমা উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে।
আরো পড়ুন:
সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন পাইশিথোয়াই। বেতবুনিয়া চায়েরি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের ৪ আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাইশিথোয়াই মারমাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘‘ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শংকর/রাজীব