ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। শাকিব খান অভিনীত এই থ্রিলার ঘরানার সিনেমা পরিচালনা করেছেন রায়হান রাফী। শাকিবের কেন্দ্রীয় চরিত্র ছাড়াও বিশেষভাবে নজর কেড়েছে আরমান মনসুর চরিত্রটি। এ চরিত্র রূপায়ন করেছেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ।

সাদা চোখা, রহস্যময় এবং ভয়ংকর চেহারার এক দুর্ধর্ষ চরিত্রে সিয়ামকে দেখে অনেক দর্শকই চমকে গেছেন। কেউ কেউ বলছেন, “সিনেমায় শাকিব খান ছিলেন দুর্দান্ত, তবে সিয়াম ছিলেন জোস!” কারো মতে, “শাকিব যদি হন বেস্ট, তাহলে ম্যান অব দ্য ম্যাচ সিয়াম।”

সিয়ামের অভিনয় সাধারণ দর্শকরাই মুগ্ধতা প্রকাশ করেননি, বরং শোবিজ অঙ্গনের তারকারাও ভালো লাগার কথা জানিয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, “আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমা দেখতে চাই।”

আরো পড়ুন:

বাবা দিবসে শাকিব খানের দুই রাজপুত্র ভাইরাল!

পাইরেসির কবলে শাকিবের ‘তাণ্ডব’!

ন্যানসির এই পোস্টে প্রতিক্রিয়ায় জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, “ওকে, নাজমুন মুনিরা ন্যানসি আপু।”

এরপর থেকে নানা ধরনের চর্চা চলছে। নেটিজেনদের ধারনা, ‘তাণ্ডব’ সিনেমার রহস্যময় ও ক্যামিও চরিত্র আরমান মনসুর ভবিষ্যতে হয়ে উঠতে পারে একটি পূর্ণাঙ্গ সিনেমার কেন্দ্রবিন্দু। যদি তা হয়, তবে ঢাকাই সিনেমায় আরো একটি নতুন ধারা ও চরিত্রভিত্তিক ফ্র্যাঞ্চাইজির জন্ম হতে পারে বলে আশা করছেন অনেকেই।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন সাবিলা নূর। আরো অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা.

এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ একঝাঁক গুণী শিল্পী।

ঢাকা/রাহাত/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চর ত র

এছাড়াও পড়ুন:

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে কর্মকর্তা নিয়োগ, বেতন ৫১,০০০ টাকা

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ৩টি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. সহকারী ব্যবস্থাপক (সিস্টেম)
পদসংখ্যা: ০১
২. সহকারী ব্যবস্থাপক (সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন)
পদসংখ্যা: ০১

৩. সহকারী ব্যবস্থাপক (জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং)
পদসংখ্যা: ০১
বেতন-ভাতা (সব পদের জন্য): ৫১,০০০ টাকা।
বয়সসীমা (সব পদের জন্য): সর্বোচ্চ ৩২ বছর।

আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫

আবেদনের শেষ সময়

১৫ নভেম্বর ২০২৫

আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত পদগুলোর Terms of Reference (ToR) দেখার জন্য পিকেএসএফ ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ