গল টেস্ট শুরুর আগেই বাংলাদেশ শিবিরে এক ধাক্কা লাগে। জ্বরের কারণে টেস্ট থেকে ছিটকে যান দারুণ ফর্মে থাকা স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

হয়তো লঙ্কানদের ধাঁধাঁয় রাখতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে নেওয়া হবে। তবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিশ্চিত ছিল যে, গলে খেলা হচ্ছে না মিরাজের।

অধিনায়ক নাজমুল শান্তর কাঁধে তাই বাড়তি দায়িত্বের চাপ ছিল। দারুণ এক সেঞ্চুরি করে বিপদে পড়া দলকে উদ্ধার করেন তিনি। সেঞ্চুরি করে মাতেন বাধ ভাঙা উদযাপনে।

গলে শান্ত যখন ক্রিজে যান বাংলাদেশ দল তখন ৩৯ রানে ২ উইকেট। মুমিনুল হকের সঙ্গে জুটি জমার আগেই সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক। সেখান থেকে দৃঢ়তা দেখিয়ে সেঞ্চুরি পেয়েছেন শান্ত।

সেটাও দীর্ঘদিন পরে। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সেঞ্চুরি পাওয়ার আগে পেরিয়ে গেছে ২০ ইনিংস। এর মধ্যে তিনি হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন মাত্র দুটি। ভারতের বিপক্ষে ৮২ রানের ইনিংস ছাড়া বলার মতো কোন ইনিংসও খেলতে পারেননি।

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিও করেছেন দারুণ ঠান্ডা মেজাজে ব্যাটিং করে। ২০৩ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন বাঁ-হাতি এই ব্যাটার। শতকের দেখা পেতেই লাফিয়ে উদযাপন করেন।

শুধু সেঞ্চুরি করেই থামেননি শান্ত। সঙ্গী মুশফিকুর রহিমকে নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বাংলাদেশ ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে। শান্ত ২৬০ বলে ১৩৬ রান করে দিন শেষ করেছেন। মুশফিক ১৮৬ বলে ১০৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গল ট স ট

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ