গল টেস্ট শুরুর আগেই বাংলাদেশ শিবিরে এক ধাক্কা লাগে। জ্বরের কারণে টেস্ট থেকে ছিটকে যান দারুণ ফর্মে থাকা স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

হয়তো লঙ্কানদের ধাঁধাঁয় রাখতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে নেওয়া হবে। তবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিশ্চিত ছিল যে, গলে খেলা হচ্ছে না মিরাজের।

অধিনায়ক নাজমুল শান্তর কাঁধে তাই বাড়তি দায়িত্বের চাপ ছিল। দারুণ এক সেঞ্চুরি করে বিপদে পড়া দলকে উদ্ধার করেন তিনি। সেঞ্চুরি করে মাতেন বাধ ভাঙা উদযাপনে।

গলে শান্ত যখন ক্রিজে যান বাংলাদেশ দল তখন ৩৯ রানে ২ উইকেট। মুমিনুল হকের সঙ্গে জুটি জমার আগেই সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক। সেখান থেকে দৃঢ়তা দেখিয়ে সেঞ্চুরি পেয়েছেন শান্ত।

সেটাও দীর্ঘদিন পরে। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সেঞ্চুরি পাওয়ার আগে পেরিয়ে গেছে ২০ ইনিংস। এর মধ্যে তিনি হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন মাত্র দুটি। ভারতের বিপক্ষে ৮২ রানের ইনিংস ছাড়া বলার মতো কোন ইনিংসও খেলতে পারেননি।

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিও করেছেন দারুণ ঠান্ডা মেজাজে ব্যাটিং করে। ২০৩ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন বাঁ-হাতি এই ব্যাটার। শতকের দেখা পেতেই লাফিয়ে উদযাপন করেন।

শুধু সেঞ্চুরি করেই থামেননি শান্ত। সঙ্গী মুশফিকুর রহিমকে নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বাংলাদেশ ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে। শান্ত ২৬০ বলে ১৩৬ রান করে দিন শেষ করেছেন। মুশফিক ১৮৬ বলে ১০৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গল ট স ট

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ