Prothomalo:
2025-09-18@00:36:31 GMT

বিরল গোলাপি হাতির দেখা

Published: 18th, June 2025 GMT

বাংলাদেশে দেখা গেল কিছুটা গোলাপি রঙের একটি হস্তীশাবক। ১৩ জুন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় একদল হাতির পানিতে সাঁতরানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসে। হাতির ওই দলে গোলাপি রঙের শাবকটি দেখে চমকে উঠি! এমন হাতি বাংলাদেশে আগে কখনো দেখিনি। হাতির শাবকটি নিজের চোখে দেখার ইচ্ছা জাগে। ১৫ জুন রাতে বন্য প্রাণী গবেষক আমীর হামজাকে নিয়ে রওনা হই রাঙামাটির উদ্দেশে।

পরদিন সকাল ৯টার দিকে আমরা পৌঁছে যাই হাতির নিকটবর্তী এলাকায়। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বর্তমান ও সাবেক বিভাগীয় বন কর্মকর্তা এবং মাঠপর্যায়ের বনকর্মীদের আন্তরিক সহযোগিতায় হাতির দলটিকে একটি টিলায় খুঁজে পাই খুব সহজেই। শাবকটি দেখে শরীরে শিহরণ বয়ে যায়! এত সহজে হাতির দলটিকে পেয়ে যাব, ভাবিনি।

দলে মোট আটটি হাতি আছে। এর মধ্যে পাঁচটি পূর্ণ বয়সী, একটি কিশোর, দুটি শাবক। সবচেয়ে ছোট শাবকটি গোলাপি রঙের। সাধারণত বাচ্চা হাতির সারা গায়ে কালো লোম থাকে, ফলে বাচ্চার গায়ের রং বেশ কালচে দেখায়। কিন্তু এই শাবক বেশ ব্যতিক্রম। শাবকটির বয়স হবে এক থেকে দেড় মাস। এটি পুরুষ। আমার জানামতে, বাংলাদেশে এর আগে এমন রঙের হাতির দেখা পাওয়া যায়নি।

বুনো কিংবা পোষা প্রাণীর মধ্যে অনেক সময় স্বাভাবিক গায়ের রং থেকে আলাদা সাদা রঙের প্রাণী দেখা যায়। এদেরকে আমরা বলি ‘অ্যালবিনো’। তবে হাতির ক্ষেত্রে পুরোপুরি সাদা অ্যালবিনো অত্যন্ত বিরল। হাতির ক্ষেত্রে আংশিক রং পরিবর্তন দেখা যায় বেশি। লালচে-বাদামি কিছু হাতি আছে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামে। পানিতে ভিজলে এই রঙের হাতিকে হালকা গোলাপি মনে হয়। এমন হাতি সাধারণত পালা হাতির বংশদের মধ্যে বেশি জন্মগ্রহণ করে।

হাতির দেহের রং কেন সাদা বা গোলাপি হয়, তার গবেষণাভিত্তিক তথ্য তেমন একটা নেই। অনেকে মনে করেন, ত্বকের জন্য দরকারি মেলানিন নামের রঞ্জক তৈরি না হলে বা নষ্ট হয়ে গেলে হাতির দেহের রং এমন হতে পারে। রাঙামাটির এই হাতির শাবকের মা স্বাভাবিক রঙের, তবে দলনেত্রীর শুঁড় ও মাথার সম্মুখভাগ স্বাভাবিকের তুলনায় গোলাপি।

হাতির দলনেত্রীর গোলাপি রঙের শুঁড় ও মাথা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ বকট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ