গলে আজ দ্বিতীয় দিনের শুরুতেই শান্তকে হারায় বাংলাদেশ। তবে অধিনায়কের উইকেট হারিয়ে ২৭ ওভারে ৯১ রান যোগ করেছে সফরকারীরা। ২৭২ বলে ১৪১ রানে অপরাজিত মুশফিক। অন্য প্রান্তে ৫৭ বলে ৪৩ রানে অপরাজিত লিটন। পঞ্চম উইকেটে ১২৫ বলে ৭৪ রানের জুটি গড়েছেন দুজন। এতে লাঞ্চে যাওয়ার আগে প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। একটি উইকেট নেওয়া শ্রীলঙ্কা হাতছাড়া করেছে চারটি সুযোগ। একবার করে রান আউট থেকে বেঁচে গেছেন লিটন ও মুশফিক। একবার করে ক‍্যাচ দিয়েও বেঁচে গেছেন তারা। দ্বিতীয় সেশনে আরও বড় সংগ্রহের লক্ষ্য থাকবে বাংলাদেশের।

পঞ্চাশ পেরিয়েছে মুশফিক-লিটন জুটি

দুর্দান্ত ব্যাটিং করছেন মুশফিক ও লিটন। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি। ১১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৩ রান। জুটির সংগ্রহ ৬৪ রান। লিটন ৩৯ ও মুশফিক ১৩৫ রানে খেলছেন।

শান্তর বিদায়ে ভাঙল রেকর্ড গড়া জুটি

১৪৮ রানে থামলেন নাজমুল হোসেন শান্ত। ২৭৯ বলে তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ১ ছক্কার সৌজন্যে। আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এতে ভাঙল মুশফিকের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। ৯৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩০৯। ১১০ রানে খেলছেন মুশফিক, ক্রিজে নতুন ব্যাটার লিটন। বাংলাদেশের লক্ষ্য আরও বড় সংগ্রহ গড়া।

শান্ত-মুশফিকে তিনশ ছাড়ালো বাংলাদেশ

গল টেস্টের প্রথম দিন শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতার পর হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলেন এই দুই ব্যাটার।

প্রথম দিন ছিল পুরোপুরি শান্ত-মুশফিকের নিয়ন্ত্রণে। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শান্ত ১৩৬ এবং মুশফিক ১০৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।

ইতোমধ্যে দলের স্কোর তিনশ ছাড়িয়ে গেছে। দিনের তৃতীয় ওভারে নিজেদের জুটিও আড়াইশ রানে নিয়ে গেছেন দুই ব‍্যাটসম‍্যান। ৯৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩০১। ১৪১ রানে খেলছেন শান্ত, মুশফিকের রান ১০৯। এখন লক্ষ্য আরও বড় সংগ্রহ গড়া।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স গ রহ প রথম উইক ট

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ