‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির হোতা টিপু সুলতান গ্রেপ্তার
Published: 18th, June 2025 GMT
চলচ্চিত্র ‘তাণ্ডব’এর পাইরেসির অভিযোগে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে টিপু সুলতান (৩৫) নামের এক যুবককে। তিনি সাম্প্রতিক ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমাটির পাইরেসির পরিকল্পনাকারী বলে জানায় পুলিশ।
সোমবার (১৭ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে নোয়াখালী জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তথ্য মতে, ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে দায়ের হওয়া একটি মামলায় টিপু সুলতান ১ নম্বর আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটির সম্পূর্ণ এইচডি সংস্করণ অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ডিবি সবসময় সচেতন। কপিরাইট লঙ্ঘনের মতো অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ইব্রাহীম জানান, জিজ্ঞাসাবাদে টিপু সুলতান পাইরেসির ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন। এ ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, এটি একটি চক্র।
‘তাণ্ডব’ সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বনানী থানায় এ সংক্রান্ত মামলাটি দায়ের করেন। বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রায়হান রাফীর পরিচালনায় শাকিব খান ও সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’ চলতি ঈদে মুক্তি পাওয়ার পর থেকেই দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। পাইরেসির কারণে চলচ্চিত্রটির প্রযোজক ও সংশ্লিষ্টরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫