মঙ্গলবার রাতে ফিফা ক্লাব বিশ্বকাপে মাঠে নেমেছিল ইন্টার মিলান ও বরুসিয়া ডর্টমুন্ড। ইউরোপের দুটি দলই অবশ্য পয়েন্ট হারিয়েছে। ইন্টার ১-১ গোলে ড্র করেছে মেক্সিকান ক্লাব মন্টেরির সঙ্গে। আর বরুসিয়া গোলশূন্য ড্র করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমেন্সের বিপক্ষে।

ইন্টার মিলান ও মন্টেরির ম্যাচটি শুরু থেকেই ছিল দারুণ ছন্দে। প্রথমার্ধে বল দখলে কিছুটা এগিয়ে ছিল ইন্টার। তবে রক্ষণে মন্টেরির দৃঢ়তা ভাঙা ছিল বেশ কঠিন। ২০ মিনিটে ইন্টার ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ একটি দুর্দান্ত আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে মন্টেরি দ্রুত ঘুরে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫১ মিনিটে) জার্মান বের্তারামে এক দৃষ্টিনন্দন ভলিতে গোল শোধ করেন। এরপর উভয় দলই চেষ্টা করেছে জয় আদায়ে, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

ম্যাচের শেষদিকে ইন্টার একাধিকবার গোলের কাছাকাছি গেলেও মন্টেরির গোলরক্ষক দুর্দান্ত কিছু সেভ করে পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য করেন ইন্টারকে।

আরো পড়ুন:

ক্লাব বিশ্বকাপের প্রথম দুইদিন
ইউরোপের আধিপত্য, গোলবন্যা আর প্রত্যাবর্তনের গল্প

ভরা মাঠে ক্লাব বিশ্বকাপ ড্রয়ে শুরু মায়ামির

এদিকে বরুসিয়া ডর্টমুন্ড ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমেন্সের ম্যাচটি ছিল অনেক বেশি রক্ষণাত্মক মনোভাবের। দুই দলই প্রথম থেকেই নিজেদের রক্ষণ সুরক্ষিত রাখতে বেশি মনোযোগ দেয়। যার ফলে আক্রমণভাগ তেমন সক্রিয় ছিল না।

ডর্টমুন্ডের মার্কো রয়েস ও কোরাডো বারিসিচ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ফ্লুমেন্সের রক্ষণদেয়াল ও গোলরক্ষক ফ্যাবিও একটিও গোলের সুযোগ দেননি। অন্যদিকে ফ্লুমেন্সেও কাউন্টার অ্যাটাকের কৌশলে খেললেও জার্মান ক্লাবের রক্ষণের ভেতর দিয়ে এগিয়ে যাওয়া কঠিন ছিল।

শেষদিকে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দল। তবে সময়ের অভাবে গোলের দেখা মেলেনি। পুরো ম্যাচে গোলের জন্য চেষ্টার কমতি না থাকলেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল মন ট র র ইন ট র বর স য়

এছাড়াও পড়ুন:

জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।

রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’

মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।

দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’

প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ