দলকে চ্যাম্পিয়ন করে বড় লাফ মার্করামের
Published: 18th, June 2025 GMT
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ রানের অসাধারণ ইনিংস খেলেন এইডেন মার্করাম। তাঁর সেই ইনিংস দক্ষিণ আফ্রিকাকে টেস্টের রাজদণ্ড এনে দেয়। ২৭ বছর পর জেতা এই বৈশ্বিক ট্রফি প্রোটিয়াদের ‘চোকার্স’ কলঙ্কটাও মুছে দেয়।
লর্ডসে স্মরণীয় ইনিংসটি খেলে ম্যাচসেরাও হন মার্করাম। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান এবার শুনলেন আরেকটি সুসংবাদ। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিনি শীর্ষ দশের দুয়ারে পৌঁছে গেছেন। সাত ধাপ এগিয়ে উঠছেন ১১ নম্বরে।
আজ বুধবার হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। নতুন র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে মার্করামের রেটিং পয়েন্ট ৭২৩। দশে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট কম।
ফাইনালে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০ রান করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন। এই সুযোগে ম্যাচ না খেলেও দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মিচেল।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ সাতে কোনো পরিবর্তন আসেনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা আছেন ছয়ে। চূড়ায় আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন দাস। এক ধাপ এগিয়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৩৭ নম্বরে আছেন লিটন। দুজনেরই রেটিং পয়েন্ট ৫৭১। মুশফিকুর রহিমও এক ধাপ এগিয়েছেন। তিনি আছেন ৩৯ নম্বরে।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গল টেস্টে ডাবল সেঞ্চুরির আশায় আছেন মুশফিক। আজ দুপুরে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে লিটন অপরাজিত ছিলেন ৬১ রানে।
দারুণ ব্যাটিং করায় এই টেস্ট শেষে স্বাভাবিকভাবেই রেটিং পয়েন্ট বাড়ার কথা মুশফিক ও লিটনের। ছন্দ ধরে রাখতে পারলে পরবর্তী হালনাগাদ র্যাঙ্কিংয়ে হয়তো আরও ওপরে উঠে আসবেন।
লর্ডসে দুই ইনিংস মিলিয়ে ১১০ রানে ৯ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা, যা বৈশ্বিক আসরের ফাইনালে কোনো বোলারের সেরা বোলিং। এমন পারফরম্যান্সের পর টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বর স্থান ধরে রেখেছেন রাবাদা। যথারীতি শীর্ষে আছেন ভারতের যশপ্রীত বুমরা।
টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাইজুল ইসলাম (১৬ নম্বর)। বাঁহাতি এই স্পিনারের অবস্থানের নড়চড় হয়নি।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের দুজনই বাংলাদেশি। মেহেদী হাসান মিরাজ দুইয়ে ও সাকিব আল হাসান পাঁচে আছেন। যথারীতি চূড়ায় ভারতের রবীন্দ্র জাদেজা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অপরাজিত ফিফটিসহ ৫৯ রান করেন মিচেল স্টার্ক। দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেটে। সেটির পুরস্কার হিসেবে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন তিনি।
দলীয় র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। দুই বছরের জন্য টেস্টের রাজদণ্ড পাওয়া দক্ষিণ আফ্রিকা দুইয়ে উঠে এসেছে। ইংল্যান্ড নেমে গেছে তিনে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেও এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ আছে নয়ে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন ম র কর ম ফ ইন ল
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫