রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ সাফল্যের অনেক কিছুই নির্ভর করছে তাঁদের দুজনের বোঝাপড়ার ওপর। এ জুটি জমে গেলে রিয়ালের আগামী দিনের অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে। ভক্ত–সমর্থকদের চোখও এখন জাবি আলোনসো ও ভিনিসিয়ুস জুনিয়রের জুটির দিকে।

তবে রিয়ালের হয়ে নিজের প্রথম ম্যাচের আগে ভিনিসিয়ুস সম্পর্কে আলোনসোর মন্তব্য আশ্বস্ত করবে রিয়াল সমর্থকদের। ক্লাব বিশ্বকাপে গত রাতে আল হিলালের বিপক্ষে মাঠে নামার আগে ভিনিসিয়ুসকে প্রশংসায় ভাসিয়েছেন আলোনসো।

আগে থেকে যোগাযোগ না থাকলেও ভিনিকে চিনতে মাত্র ১০ সেকেন্ড সময় লেগেছে বলেও জানিয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি। এ সময় লুকা মদরিচের সঙ্গে তাঁর সম্পর্কসহ আরও নানা বিষয়ে কথা বলেছেন রিয়ালের এই নতুন কোচ।

আরও পড়ুনজাবিবল—ফুটবলের কৌশলে জাবি আলোনসোর নতুন রোমাঞ্চ ০৩ ফেব্রুয়ারি ২০২৪

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস সম্পর্কে জানতে চাইলে আলোনসো বলেছেন, ‘আমি তাকে চিনতাম না, কিন্তু ১০ সেকেন্ডের মধ্যেই তাকে চিনে ফেলেছি। তার আচরণ, তার যোগাযোগের ধরন খুব আবেগপ্রবণ ও আন্তরিক। আপনি যদি তার আশেপাশে থাকেন, আপনি তা অনুভব করবেন। আমি এ ধরনের খেলোয়াড়দের খুব পছন্দ করি। তার হৃদয়টা অনেক বড়—এই কয়েক দিনে আমি সেটাই অনুভব করেছি।’

এ সময় ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল ছাড়তে যাওয়া মদরিচের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেছেন আলোনসো, ‘লুকার সঙ্গে কাজ করা খুবই সহজ, কারণ আমাদের সব সময় খুব ভালো সম্পর্ক ছিল। আমরা সতীর্থ হিসেবে, বন্ধু হিসেবে, আর এখন খেলোয়াড়-কোচ হিসেবেও আমাদের সম্পর্ক দারুণ। আমাদের মধ্যে এমন পর্যাপ্ত বিশ্বাস রয়েছে যে খোলামেলা আলোচনা করা যায়। সে যেভাবে তরুণ খেলোয়াড়দের প্রভাবিত করে, তা আমি দেখতে পছন্দ করি। আমরা তাঁকে উপভোগ করতে চাই। কারণ, সে একজন কিংবদন্তি খেলোয়াড়। শেষ দিন পর্যন্ত তাকে আরেকটু কাজে লাগাতে পারাটা দারুণ ব্যাপার হবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ