সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
Published: 19th, June 2025 GMT
সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (১৯ জুন) বাণিজ্যমন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে টিসিবি মিলনায়তনে ভোক্তা অধিকার শক্তিশালীকরণ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “আগের সরকারের আমলে ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে। ভোক্তাদের এখন স্বস্তি দিতে আইনের প্রয়োজনীয় সংশোধন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে।”
বাণিজ্য উপদেষ্টা বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে সিন্ডিকেট করে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট ধ্বংস করে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। অন্যায়ভাবে প্রতিষ্ঠানকে দুর্বল করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।”
তিনি বলেন, “আমাদের আইন সংস্কার করাসহ ভোক্তা অধিকারের জন্য যা যা করা দরকার আমরা করবো। আমাদের প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী করি, সক্ষমতা বৃদ্ধি করি তাহলে দুর্বৃত্তরা পিছিয়ে যেতে বাধ্য হবে।”
তিনি আরো বলেন, “আমরা বাজারে বৈচিত্র্য আনতে পারছি। যার ফলে আমাদের কাজ সহজ হয়েছে। বাজার মনিটরিংয়ের এই প্রচেষ্টায় একটি স্বস্তি এসেছে। আমাদের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি কমাতে কাজ করছে। বাণিজ্য মন্ত্রণালয় বৈচিত্র্য আনতে ব্যবস্থা নিয়েছে। আমরা আরো বৈচিত্র্য আনতে চাই। আমরা সবাই মিলে ভোক্তার অধিকার নিশ্চিতে কাজ করব। এই কাজ করতে যদি আমাদের বাণিজ্য নীতি পরিবর্তন করতে হয় তা করবো।”
বাণিজ্য উপদেষ্টা বলেন, “ঈদের সময়ে মসজিদ-মাদ্রাসা লবণ দিয়েছি। এটা একদম নতুন একটা সিদ্ধান্ত। এছাড়া, ঈদের যাত্রায় যাত্রী হয়রানি যেন না হয় সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য ন্যায্য মূল্যে, সঠিক দামে পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সবাই মিলে কাজ করব।”
আলোচনা সভার স্বাগত বক্তব্য দেন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী, ক্যাবের উপদেষ্টা আনিসুল হক।
ঢাকা/হাসনাত/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ণ জ য উপদ ষ ট আম দ র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত