‘স্পাইডার ম্যান’খ্যাত হলিউড অভিনেতা জ্যাক বেটস মারা গেছেন। ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে ঘুমের মধ্যে তিনি মারা গেছেন বলেন জানিয়েছেন অভিনেতার ভাগ্নে ডিন সুলিভান। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

১৯২৯ সালের ১১ এপ্রিল ফ্লোরিডার মিয়ামিতে জন্মগ্রহণ করেন জ্যাক। তবে তার শৈশব কেটেছে জার্সি সিটিতে। অভিনেতা মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর তিনি অভিনয়ে কেরিয়ার তৈরির জন্য নিউ ইয়র্কে চলে যান।

১৯৫৩ সালে ‘রিচার্ড ৩’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন জ্যাক। ১৯৬০ থেকে ১৯৬২ সালে ধারাবাহিক ‘চেকমেট’-এ দেখা গিয়েছিল তাকে। এতে তিনি ডেভলিনের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর তাকে বহু সিনেমা এবং টেলিভিশনের অনুষ্ঠানে দেখা গেছে।

তার কেরিয়ারের সেরা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘গডস অ্যান্ড মনস্টার্স’, ‘ফলিং ডাউন’, ‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’। যদিও অনেকেই তাকে ‘ফ্রেসিয়ার’, ‘ফ্রেন্ডস’, ‘সিনফেল্ড’ এবং ‘এভরিবডি লাভস রেমন্ডের’ মতো টেলিভিশনের বেশ কিছু হিট অনুষ্ঠানের জন্য মনে রাখবেন।

অ্যাক্টরস স্টুডিয়োয় একটি অডিশনের পর জীবনের মোড় ঘুরে গিয়েছিল জ্যাকের। সাতের দশকের শেষের দিকে ‘ড্রাকুলা’য় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন অভিনেতা। এছাড়াও ‘স্পাইডার ম্যান’-এ তার অভিনীত হেনরি বলকান চরিত্রটিও সকলের নজর কেড়েছিল। সূত্র: ভ্যারাইটি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর

ফের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আনন্দ আহুজা-সোনম কাপুর দম্পতির এটি দ্বিতীয় সন্তান। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে। 

সোনম-আনন্দ আহুজা দম্পতির ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে বলেন, “সোনম এখন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। তার মা হতে যাওয়ার খবরে দুই পরিবারেই অপার আনন্দ বিরাজ করছে। খুব শিগগির এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এই দম্পতি।” 

আরো পড়ুন:

আমি আর গোবিন্দ ১৫ বছর ধরে আলাদা থাকি: সুনীতা আহুজা

আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেক

প্রথমবার গর্ভাবস্থায় সোনম কাপুর চমৎকার ফটোশুট করেছিলেন, যেখানে আবু জানি সান্দীপ খোসলার পোশাক পরে মাতৃত্বকালীন ফ্যাশনকে নতুন এক মাত্রা দিয়েছিলেন। অনন্য স্টাইলের জন্য সুপরিচিত সোনম বরাবরই ফ্যাশনের নতুন মানদণ্ড স্থাপন করে এসেছেন। এবারো তার মাতৃত্বকালীন সাজ-পোশাক কেমন হবে তা দেখার জন্য উদগ্রীব তার ভক্ত-অনুরাগীরা। 

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ২০২২ সালের ২০ আগস্ট, পুত্র সন্তানের জন্ম দেন সোনম। এটি তাদের প্রথম সন্তান। 

প্রথম সন্তান জন্মের পর দুই বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমায় অভিনয় করেন সোনম কাপুর। এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • বিজয়ের ব্যাটে খুলনার দাপুটে জয়
  • পিস্তল হাতকড়া ওয়াকিটকি নিয়ে জিপ-হাইয়েসে চলে যাওয়া ব্যক্তি কারা
  • চাকরির টাকায় চলছিল না সংসার, মাটি ছাড়া চারা উৎপাদন করে স্বাবলম্বী তাওহিদ
  • সিরাজের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা, ভারতের দারুণ শুরু
  • গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী
  • ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়
  • শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের জয় খুলনার
  • মহেশখালীতে পর্যটক টানছে ‘আগুন পান’, কী আছে এতে
  • ভারতের বিষ্ণোই গ্যাংকে কেন কানাডায় ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হলো
  • ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর