‘স্পাইডার ম্যান’খ্যাত হলিউড অভিনেতা জ্যাক বেটস মারা গেছেন। ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে ঘুমের মধ্যে তিনি মারা গেছেন বলেন জানিয়েছেন অভিনেতার ভাগ্নে ডিন সুলিভান। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

১৯২৯ সালের ১১ এপ্রিল ফ্লোরিডার মিয়ামিতে জন্মগ্রহণ করেন জ্যাক। তবে তার শৈশব কেটেছে জার্সি সিটিতে। অভিনেতা মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপর তিনি অভিনয়ে কেরিয়ার তৈরির জন্য নিউ ইয়র্কে চলে যান।

১৯৫৩ সালে ‘রিচার্ড ৩’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন জ্যাক। ১৯৬০ থেকে ১৯৬২ সালে ধারাবাহিক ‘চেকমেট’-এ দেখা গিয়েছিল তাকে। এতে তিনি ডেভলিনের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর তাকে বহু সিনেমা এবং টেলিভিশনের অনুষ্ঠানে দেখা গেছে।

তার কেরিয়ারের সেরা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘গডস অ্যান্ড মনস্টার্স’, ‘ফলিং ডাউন’, ‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’। যদিও অনেকেই তাকে ‘ফ্রেসিয়ার’, ‘ফ্রেন্ডস’, ‘সিনফেল্ড’ এবং ‘এভরিবডি লাভস রেমন্ডের’ মতো টেলিভিশনের বেশ কিছু হিট অনুষ্ঠানের জন্য মনে রাখবেন।

অ্যাক্টরস স্টুডিয়োয় একটি অডিশনের পর জীবনের মোড় ঘুরে গিয়েছিল জ্যাকের। সাতের দশকের শেষের দিকে ‘ড্রাকুলা’য় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন অভিনেতা। এছাড়াও ‘স্পাইডার ম্যান’-এ তার অভিনীত হেনরি বলকান চরিত্রটিও সকলের নজর কেড়েছিল। সূত্র: ভ্যারাইটি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিচারকের ছেলে হত্যা: লিমন ৫ দিনের রিমান্ডে

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় প্রবেশ করে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার (৩৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন:

আশরাফুলের সঙ্গে পরিকল্পিতভাবে প্রেমের সম্পর্ক গড়েন কোহিনূর: র‌্যাব

রাঙ্গুনিয়ায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরো জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাধীন লিমন মিয়াকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেয়। এরপর তাকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টার পর থেকে তাকে আদালতের হাজতে রাখা হয়। দুপুর ২টার দিকে তাকে আদালতে তোলা হয়। পরে আদালত থেকে তাকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে। সেখানে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড এবং হত্যাচেষ্টার ঘটনার ব্যাপারে লিমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় আকস্মিক প্রবেশ করেন গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া। এরপর তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাতে ও শ্বাসরোধে খুন করেন। লিমন মিয়ার ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি (৪৪) আহত হন। এ সময় ধ্বস্তাধ্বস্তিতে হামলাকারী লিমন মিয়াও আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন বিচারক মোহাম্মদ আব্দুর রহমান। আসামি এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছেন বলে এজাহারে দাবি করা হয়েছে।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ভেঙে গেল মীরার তৃতীয় সংসার
  • আলো দেখাচ্ছেন দৃষ্টিহীন তরুণ 
  • বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে
  • ‘বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে, এরপর আর কিছু মনে নেই’
  • রেলের ৭ লাখ টাকার যন্ত্র ২৭ হাজারে বানালেন তিনি
  • রাতে এক ঘণ্টার ব্যবধানে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন
  • জনস্বাস্থ্য নিয়ে গবেষণাই তাঁর নেশা 
  • ইডেনে স্পিন বিষ, ১৫ উইকেটের দিনে উড়ছে ভারত
  • বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে
  • বিচারকের ছেলে হত্যা: লিমন ৫ দিনের রিমান্ডে