ধামরাইয়ে জমি দখল চেষ্টা, কেটে ফেলা হলো গাছপালা
Published: 25th, June 2025 GMT
ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকায় একটি জমি দখল চেষ্টা ও বিভিন্ন ধরনের গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (২৫ জুন) ধামরাই থানায় বাদি হয়ে অভিযোগ করেন মো. আনিসুর রহমান মোল্লা। এর আগে, গতকাল সকালে ওই গাছপালাগুলো কেটে ফেলা হয়।
অভিযুক্তরা হলেন- ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকার মো.
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভুক্তভোগীর ধামরাইয়ের খাগুটিয়া মৌজার আরএস ৫১৭ দাগের ২৯ শতাংশ জমিতে ঢুকে একটি টিনের কক্ষ নির্মাণ করে ও বিভিন্ন প্রজাতির অন্তত ৬০-৭০টি গাছ কেটে যায়। এগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি। ভুক্তভোগী তাদের বাধা দিলে অভিযুক্তরা তাদের মারধর করতে উদ্যত হয়। এছাড়া তাদের হুমকিধামকি দেয়।
ভুক্তভোগী আনিসুর রহমান বলেন, “এই জমিটি ক্রয় ও রেকর্ডসূত্রে প্রায় পাঁচ দশক ধরে তার পরিবার ভোগ করছিল। সম্প্রতি অভিযুক্তরা জমি মালিকানা দাবি করেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরমধ্যেই অভিযুক্তরা আদালতের শুনানি অমাণ্য করে জমি দখলের চেষ্টা করে।”
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
তবে অভিযুক্তদের বিষয়ে কী পদক্ষপ নেওয়া হবে তা তিনি জানাননি।
ঢাকা/সাব্বির/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঐকমত্য কমিশনের মেয়াদ আরো ১ মাস বাড়ল
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে।
১৫ অগাস্ট ঐকমত্য কমিশনের প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত ছিল। তার আগেই আরো এক মাস সময় বাড়ানো হলো।
কমিশনে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান।
কমিশন গত শুক্রবার জানিয়েছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতে রাজনৈতিক দলের সঙ্গে আগামী সপ্তাহে তৃতীয় দফায় বসবে ঐকমত্য কমিশন।
ঢাকা/এএএম/ইভা