নরসিংদীর রায়পুরায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামে এক পুলিশ সদস্যের হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড়ের বাগান থেকে লাশটি উদ্ধার করে রায়পুরা থানার পুলিশ।

জাহিদুল উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে ও পুলিশে কর্মরত ছিলেন। ২০২২ সালে তাকে চাকরিচ্যুত করা হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাগানে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে জাহিদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, জাহিদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র এবং গুলির চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নরস দ

এছাড়াও পড়ুন:

‘আমি সদরঘাটের জবা ফুল’

ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ