ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে শ্রমিক দল নেতাদের একাংশের ওপর হামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্ররোচনা ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

এতে স্থানীয় সরকার উপদেষ্টার সম্পৃক্ততা আছে কিনা– তা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে বলতে পারে। প্রমাণ ছাড়া আমরা কাউকে অভিযুক্ত করতে পারি না। তবে যাঁর নেতৃত্বে হামলা হয়েছে, তাঁর সঙ্গে উপদেষ্টার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ইশরাকের পাশে সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের আমলে সেরা কাউন্সিলর পদক পাওয়া ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদল সরকার সরকারকে দেখা গেছে।

গত সোমবার দুপুরে নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স ও আরেকাংশের সভাপতি আরিফ চৌধুরীর দু্’গ্রপে সংঘর্ষ হয়। এদিন ইশরাক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ ঘটনায় প্রিন্স ও ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে দায়ী করে তাদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দেন। তাদের উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠ বলে দাবি করেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এসস স ইশর ক হ স ন উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ