যুবরাজ শামীম এবার সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্বের সবচেয়ে সহজ সিনেমাটা বানাবেন। যে ছবিতে থাকবে না কোনো প্রযোজকের চিন্তা বা নির্দিষ্ট সময়ে ছবি শেষ করার তাড়া। নিজেই এ জন্য একটি মুঠোফোন নিয়ে প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে যাচ্ছেন। পরিচালনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রেও যে অভিনয় করছেন তিনি। সিনেমার নাম ‘এক ঋতুর অনন্তকাল।’

‘আদিম’ বানিয়ে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে স্পেশাল জুরি ও নেটপ্যাক পুরস্কার পান এই তরুণ নির্মাতা। সিনেমাটির বাজেট ছিল অনেক কম। উৎসবে স্বীকৃতি পাওয়ার পর ভালো প্রযোজকও পেয়েছিলেন যুবরাজ। কিন্তু সেদিকে না হেঁটে ভিন্ন পথে হাঁটা শুরু করেন তিনি। কারও ওপর নির্ভর করে সিনেমা বানাবেন না। তাঁর কথায়, ‘ফিল্মমেকার পরিচয় আমাকে অস্বস্তির মধ্যে ফেলে। ভেতরের নিদারুণ সাফারিং (যন্ত্রণা) থেকে মুক্তির একটা পথ ফিল্মমেকিং, এখানে নিজের প্রশান্তি মেলে। বেঁচে থাকার জন্য প্রশান্তি দরকার। সেটাই আমি সিনেমার মধ্য দিয়ে খুঁজে চলেছি। সেটা নিজের মতো হওয়াটা জরুরি।’

‘এক ঋতুর অনন্তকাল’ সিনেমার একটি দৃশ্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুদ্ধবিধ্বস্ত সীমান্ত শহরে ভূগর্ভস্থ কবিতা উৎসব

রাশিয়ান সীমান্তের খুবই কাছে পূর্ব ইউক্রেনের বৃহত্তম শহর খারকিভের অবস্থান। শহরটি তাই সহজ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবু নিজস্ব সাংস্কৃতিক জীবন যাপন বজায় রাখতে দৃঢ় সংকল্প রয়েছে এখানকার অধিবাসীদের। কদিন আগে আয়োজিত একটি কবিতা উৎসব খারকিভের মানুষের মানসিক দৃঢ়তা আর সৃজনশীলতারই প্রমাণ হাজির করে। 

রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ১৮ মাইল দূরে অবস্থিত খারকিভ শহরটি এখন ভাঙা-পোড়ার এক বিরোধপূর্ণ মিশ্রণে প্রায় পরিত্যক্ত। ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষার জন্য শহরের ভাস্কর্যগুলো বালুর বস্তায় মুড়িয়ে রাখা হয়েছে। পার্কে ফুলের বাগানগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। স্ট্রিট লাইফ একটি ইউরোপীয় দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর থেকে যতটা আশা করা যায়, তার চেয়ে কয়েক গুণ শান্ত। তবু বইয়ের দোকান, কফিশপ আর রেস্তোরাঁগুলো খোলা আছে!

খারকিভ শহরটি এখন ভাঙা-পোড়ার এক বিরোধপূর্ণ মিশ্রণে প্রায় পরিত্যক্ত

সম্পর্কিত নিবন্ধ

  • অনেকেই অন্যকে নিয়ে ট্রল করতে বেশি আগ্রহী
  • চারুকলায় বর্ষা উৎসব ঘিরে প্রাণের মেলা
  • ৫২ বছর আগের ‘রংবাজ’-এর মতো চমকে দিল ‘উৎসব’
  • যুদ্ধবিধ্বস্ত সীমান্ত শহরে ভূগর্ভস্থ কবিতা উৎসব