‎আবু সাঈদ হত্যার তদন্ত প্রতিবেদন ও মামলার চার্জশিট প্রত্যাখ্যান করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আবু সাঈদ হত্যার তদন্ত প্রতিবেদন ও মামলার চার্জশিট প্রত্যাখ্যান করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে বিক্ষোভ ও দক্ষিণ গেটে তালা ঝুলিয়ে দেন।

আরো পড়ুন:

ত্রাণ নিতে গিয়ে খুনের শিকার: ‘বিশ্বের জন্য মহাকলঙ্কের চেয়ে কম নয়’

সিলেটে দেড় মাসের শিশুকে গলাকেটে হত্যা, বাবা ছুরিকাহত

এ সময় রায়হান কবীর বলেন, “‎আমরা চাই, আবু সাঈদ হত্যা মামলার সুষ্টু তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক। ঢাকায় বসে কোনো তদন্ত হতে পারে না। সে বিশ্ববিদ্যালয় সামনে এবং পুলিশের গুলিতে মারা গেছে। কিন্তু তার দায়ভার দেওয়া হয় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সাবেক প্রক্টরকে জবাবদিহিতার নামে নিয়ে গিয়ে তারা তাকে আসল আসামি ও ইন্বনদাতা হিসেবে চালিয়ে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত এ প্রহসনমূলক তদন্ত প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

‎শাহরিয়ার সোহাগ বলেন, “ছোটদের সামনে এনে রাঘব বোয়ালদের পেছনের ঠেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আবু সাঈদ হত্যা মামলা নিয়ে কোনো ধরনের তালবাহানা হলে এ বিশ্ববিদ্যালয়ের কেউ তা মেনে নিব না।”‎

দীর্ঘ ১১ মাস পর আবু সাঈদ হত্যা মামলায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। এতে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

এ মামলায়  সর্বমোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

৮ ম্যাচে ৮ জয়, ২২ গোল, কোনো গোল খায়নি—বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের অবিশ্বাস্য রেকর্ড

ম্যাচ ৮
জয় ৮
গোল ২২
বিপক্ষে গোল ০

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এমন নিখুঁত পরিসংখ্যান ইংল্যান্ডের।

ওয়েম্বলিতে গত ২১ মার্চ আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই শুরু করেছিল ইংল্যান্ড। টমাস টুখেলের ইংল্যান্ডের কোচ হিসেবে সেটা ছিল প্রথম ম্যাচ। ২৪০ দিন পর তিরানায় গতকাল রাতে সেই আলবেনিয়াকেই একই স্কোরলাইনে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের বিশ্বকাপ বাছাই শেষ করল টুখেলের দল। ইউরোপের প্রথম দল হিসেবে অক্টোবরেই বিশ্বকাপে খেলার টিকিট তো পেয়েছেই, বাছাইপর্বটা শেষ করার পথে দারুণ এক রেকর্ডও গড়েছে ‘থ্রি লায়ন্স’রা।

বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে অন্তত ছয় ম্যাচ খেলতে হয়েছে—হিসাবটি করা হয়েছে এই বিবেচনায়। তিরানায় আলবেনিয়ার জালে ২ গোল করা ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনও আন্তর্জাতিক ম্যাচে গোলের পরিসংখ্যানে পেছনে ফেলেছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তোকে। ইংল্যান্ডের হয়ে ১১২ ম্যাচে এ নিয়ে ৭৮ গোল হলো কেইনের। ব্রাজিলের হয়ে নাসিমেন্তোর গোলসংখ্যা ৯২ ম্যাচে ৭৭টি—ওহ ভদ্রলোকের আরেক নাম পেলে!

দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড স্ট্রাইকার কেইন গোল পেয়েছেন

সম্পর্কিত নিবন্ধ