নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার মধ্যরাতে নরসিংদী শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম রাসেল মিয়া (৪২)। তাঁর বাড়ি নরসিংদী পৌর এলাকার কান্দাপাড়া মহল্লায়।

র‍্যাব জানায়, রাসেল মিয়া নরসিংদী মডেল থানার একাধিক মামলার আসামি। একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। গত বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার সময় পালিয়ে যান। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে শহরের আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১–এর সিপিএসসির নরসিংদীর ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জুয়েল রানা বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা থানা-পুলিশ নেবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘আমি সদরঘাটের জবা ফুল’

ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ