শান্তিনগরে বিশেষ অভিযানে ১৮টি গুলি, চোরাই গাড়িসহ গ্রেপ্তার ১
Published: 26th, June 2025 GMT
রাজধানীর শান্তিনগর এলাকায় গতকাল বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৮টি গুলি, একটি রিভলবারের গুলির খোসা ও একটি চোরাই টয়োটা গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ফারুক আহম্মেদ খান (৬৩)।
বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ফারুক মিরপুর মডেল থানার একটি গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত আসামি। শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ফারুক উদ্ধার অস্ত্র-গুলি সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ
জুলাই অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর কমিটির নেতারা শহরের সাহেববাজার জিরো পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা ‘শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার‘ স্লোগান দেন। এ সময় এনসিপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে।
অন্যদিকে, এ রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। দুপুরে পুঠিয়া পৌরসভা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া ত্রিমোহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা/কেয়া/রফিক