রাজধানীর শান্তিনগর এলাকায় গতকাল বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৮টি গুলি, একটি রিভলবারের গুলির খোসা ও একটি চোরাই টয়োটা গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ফারুক আহম্মেদ খান (৬৩)।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ফারুক মিরপুর মডেল থানার একটি গাড়ি চুরির মামলার এজাহারভুক্ত আসামি। শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ফারুক উদ্ধার অস্ত্র-গুলি সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এনজেল নূরের প্রথম অ্যালবাম ‘প্রাণ-ত’

নিজের জীবনের গল্পে সুর চড়ান এনজেল নূর। প্রথম মৌলিক গান ‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানের গল্প বলার ঢঙে জীবনকে সামনে এনেছেন তিনি।

এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণে কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ