ছেলেদের টি–টোয়েন্টিতে পাল্টে গেল পাওয়ারপ্লের নিয়ম
Published: 27th, June 2025 GMT
সাম্প্রতিক সময়ে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে কিছু নিয়মের পরিবর্তন অনুমোদন করেছে আইসিসি। তার অংশ হিসেবে ছেলেদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতেও পাওয়ারপ্লেতে নিয়ম পাল্টানো হলো। ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ারপ্লে কত ওভারের হবে, সেটা আগে হিসাব করা হতো ওভারসংখ্যার হিসাবে। সংশোধিত নিয়মে ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ারপ্লে কত ওভারের হবে, সেটা হিসাব করা হবে বলের হিসাবে।
আরও পড়ুনএভাবেও ২১৪ রান তাড়া করে জেতা যায়, টি–টোয়েন্টিতে যে রেকর্ড হলো৪৬ মিনিট আগেবর্তমান নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ইনিংসে পাওয়ারপ্লে ৬ ওভারের। অর্থাৎ মোট ওভারসংখ্যার ৩০ শতাংশ ওভার পাওয়ারপ্লে। কোনো কারণে ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ারপ্লের ওভারসংখ্যাও কমানো হয়, তবে সেখানে পাওয়ার প্লেতে পূর্ণ ওভারসংখ্যা রাখা হয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যেটা কার্যকর হবে জুলাই থেকে—ধরা যাক, কোনো ইনিংসে ওভারসংখ্যা কমিয়ে ৮ ওভারে নামিয়ে আনা হলো। তখন পাওয়ারপ্লে হবে ২.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমি সদরঘাটের জবা ফুল’
ছবি: ফেসবুক থেকে