মানিকগঞ্জে দাড়ি টেনে ব্যবসায়ীকে মারধরের মামলায় গ্রেপ্তার ১
Published: 27th, June 2025 GMT
মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ীকে দাড়ি ধরে টেনে মারধরের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি নাসিম ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক নাসিম ভূইয়া ঘিওর উপজেলা সদর ইউনিয়নের মোশাররফ হোসেন ওরফে বাচ্চু ভূইয়ার ছেলে।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ঘিওর উপজেলা সদরে ‘মানিক কম্পিউটার‘-এর স্বত্বাধিকারী আলী আজম মানিকের সঙ্গে নাসিম ভূইয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলী আজম মানিকের দাড়ি ধরে টানাটানিসহ মারধর করেন নাসিম ভূইয়া। এ ঘটনায় ভুক্তভোগী ঘিওর থানায় মামলা দায়ের করেন। এর পর থেকে আসামি নাসিম ভূইয়া পলাতক ছিলেন। অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে নাসিম ভূইয়াকে আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/চন্দন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ন কগঞ জ
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার