পুরো প্রজন্ম ধ্বংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট : মাও. ফেরদাউস
Published: 27th, June 2025 GMT
"একটি পরিবার, সমাজ, এমনকি পুরো একটি প্রজন্ম ধ্বংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট!" এই সতর্কবার্তা দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার (২৭ জুন) হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগন্জ্ঞ কাশিপুর শাখার আয়োজনে মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে কাশিপুর গেদ্দার বাজার ইমাম সমাজের উপস্থিতিতে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
মাওলানা ফেরদাউস মাদকাসক্ত যুবকদের প্রতি সহানুভূতিশীল ভাষায় বলেন, "তোমরা আমাদের সন্তান, মাদকের পথ ছেড়ে ফিরে এলে আমরা তোমাদের বুকে টেনে নেব। কিন্তু যদি মাদকদ্রব্য ছড়ানোর চেষ্টা করো, তাহলে প্রশাসনকে সঙ্গে নিয়ে কঠোরভাবে দমন করব।"
একই সঙ্গে, তিনি মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কঠোর ভাষায় নিন্দা করেন: "এসির নিচে বসে বেতন খাওয়ার জন্য আপনাদের নিয়োগ দেওয়া হয়নি। আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন—দ্রুত নরসিংপুর এলাকায় মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা নিন।"
তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, মাদক ব্যবসায় প্রশাসনের কোন কোন লোক জড়িত, তা জনসমক্ষে উন্মোচন করা হবে।" তাঁর এই বক্তব্য উপস্থিত হাজারো প্রতিবাদীর মধ্যে তীব্র সমর্থন পায়।
অনুষ্ঠানে হেফাজত নেতারা মাদক থেকে ফিরে আসা যুবাদের পুনর্বাসনের জন্য কর্মসংস্থান তৈরির ঘোষণা দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা ফরিদী প্রমুখ।
হেফাজত নেতারা জানিয়েছেন, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এর কাছে স্মারকলিপি জমা দিবেন যাতে তারা দ্রুত মাদক এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে এই এলাকায় পদক্ষেপ গ্রহণ করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে, তবে আল্লাহ সব দেখেন’
ছোট পর্দা থেকে বড় পর্দা—দু’জায়গাতেই অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনি সরব ও স্পষ্টভাষী।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাবনার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। নিয়মিত ছবি ও ভাবনার টুকরো অংশ প্রকাশ করায় অনেক সময় কটাক্ষের মুখেও পড়েছেন এই অভিনেত্রী। গতকাল রাতে ভাবনা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে নারীর সঙ্গে পুরুষের বিশ্বাসঘাতকতার একটি চিত্রায়ণ করেছেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
‘খুকুমণির’ বিয়ে
রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর!
এ বিষয়ে আশনা হাবিব ভাবনা বলেন, “একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে। কিন্তু যে নারীকে সে আঘাত করেছে, তাকে রক্ষা করার জন্য আল্লাহ তা প্রকাশ করেন। প্রতিটি মিথ্যা, যা সে পেছনে বলেছে, নীরবে ভাঙা প্রতিটি প্রতিশ্রুতি, কান্নার প্রতিটি মুহূর্ত, অথচ পুরুষটি ভান করেছে সব ঠিক আছে। তবে আল্লাহ সব দেখেন, যা সে দেখতে পায় না।”
কোনো গোপন বিষয় চিরকাল গোপন থাকে না। এমন তথ্য স্মরণ করে ভাবনা বলেন, “একজন পুরুষ ভাবেন, তার কর্ম ঢাকতে সে যথেষ্ট চতুর। কিন্তু কোনো গোপন বিষয় চিরকাল গোপন থাকে না। তাকে ধ্বংস করার জন্য আল্লাহ সত্য প্রকাশ করেন না। বরং সেই নারীকে জীবনভর কষ্ট পাওয়া থেকে রক্ষা করার জন্য এটি করেন।”
খানিকটা ব্যাখ্যা করে আশনা হাবিব ভাবনা বলেন, “বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়। কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। আল্লাহ যখন পর্দা সরিয়ে দেন, তা শাস্তি নয় বরং এটা উদ্ধার। আমি এখন গর্বের সঙ্গে বলতে পারি, আলহামদুলিল্লাহ।”
তবে ভাবনা কেন এ ধরনের একটি পোস্ট নিজের ফেসবুকে দিয়েছেন, তার পেছনের কারণ জানা যায়নি। কিন্তু তার ভাবনার সঙ্গে সহমত পোষণ করছেন নেটিজেনরা।
ঢাকা/শান্ত