নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত কদম রসুল সেতুর নগর প্রান্তের সংযোগ সড়কের প্রবেশপথ পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন শহরের কালীর বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা ব্যস্ততম ফলপট্টি এলাকার পরিবর্তে অন্যত্র এই প্রবেশপথ নির্মাণের দাবি জানান।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘কালীর বাজার বৃহত্তর ব্যবসায়ীরা ও স্থানীয় জনসাধারণ’–এর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে কালীর বাজার ও আশপাশের এলাকার ব্যবসায়ী ও লোকজন অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী নাজির খান এবং সঞ্চালনা করেন রবিন হোসেন। এতে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ব্যবসায়ী তপু চৌধুরী, মো.

সুমন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, সংবাদমাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিতব্য কদম রসুল সেতুর পশ্চিমপাড়ের প্রবেশপথ নামবে নারায়ণগঞ্জ কলেজের সামনে। এ সংবাদটি তাঁদের জন্য অত্যন্ত উদ্বেগের ও আতঙ্কের। তাঁরা বলেন, কালীর বাজার ও তৎসংলগ্ন ফলপট্টি এলাকাটি অত্যন্ত ব্যস্ত সড়ক। এখানে আছে শহরের একটি বড় স্কুল—নারায়ণগঞ্জ হাইস্কুল এবং নারায়ণগঞ্জ কলেজ। আছে শহরের দুটি বড় বাজার—কালীর বাজার ও দিগুবাবু বাজার। এটি শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক হওয়ায় প্রতিনিয়ত এখানে ভয়াবহ যানজট লেগে থাকে। স্বাভাবিক সময়েও ব্যবসা পরিচালনা ও চলাচলে তাঁরা দুর্ভোগ পোহান। এর মধ্যে যদি সেতুর উঠানামার প্রবেশপথ এখানে স্থাপন করা হয়, তা হলে দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেবে।

এর আগে একই দাবিতে গত ৩ মে সংবাদ সম্মেলন করেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের নেতারা।

শীতলক্ষ্যা নদীর ওপর কদম রসুল সেতু নির্মাণ প্রকল্প ২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০১৮ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত। যদিও সেতু নির্মাণের কাজ এখনো শুরু হয়নি। এতে ব্যয় ধরা হয়েছে ৭৩৫ কোটি টাকা। প্রস্তাবিত সেতুটি নগরের ফলপট্টি এলাকা থেকে শুরু হয়ে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় গিয়ে মিলিত হবে। সেতুটি নির্মাণ করবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সেতুর দৈর্ঘ্য ৩৮০ মিটার, প্রস্থ ১২ দশমিক ৮০ মিটার এবং সংযোগ সড়ক ১ হাজার ৩৭৯ মিটার।

আরও পড়ুননারায়ণগঞ্জে কদম রসুল সেতুর প্রবেশমুখ ফলপট্টি থেকে সরানোর দাবি নাগরিক আন্দোলনের০৩ মে ২০২৫আরও পড়ুননারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি২৯ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র স য গ সড়ক ন র য়ণগঞ জ ব যবস য় ফলপট ট শহর র

এছাড়াও পড়ুন:

ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল

 ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানযীমুল উম্মা পরিবার, অভিভাবক, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বাসীসহ দেশবাসীকে আল কোরআনের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান, প্রিন্সিপাল ড. মো.ইকবাল হোসেন ভূঁইয়া- প্রিন্সিপাল সোনারগাঁ আইডিয়াল কলেজ ও মাননীয় সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ-৩, (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ)। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চিটাগাংরোডে গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরবেলা তানযীমুল উম্মাহ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখা প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ এর দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া এ কথা বলেন।

তার আগে প্রথম অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মাদ ইকবাল, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক জনাব হযরত মাওলানা শাহ মোহাম্মাদ ওলি উল্লাহ।খতিব সুবহানবাগ জামে মসজিদ ঢাকা-আলোচক (এ.টি.এন বাংলা)। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কবির হোসেন প্রিন্সিপাল তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখা।

এ সময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোহাম্মাহ আসলাম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আসাদুজ্জামান - অভিভাবক সদস্য তানযীমুল উম্মাহ মাদরাসা ও সেক্রেটারি সোনারগাঁ দক্ষিণ জামায়াত। 

আরও উপস্থিত ছিলেন- তানযীমুল উম্মাহ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মু. রিদওয়ানুর রহমান, শাখা সহকারী মো. কুতুবুদ্দিন, বিভিন্ন শাখার শাখা প্রধান ও শাখা সহকারীগণ ও শিক্ষার্থীগণ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
  • নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে ব্লকেড, মানববন্ধন
  • কুমিল্লায় ড্যাবের এক নেতার বিরুদ্ধে আরেক নেতার অনুসারীদের মানববন্ধন
  • গণঅভ্যুত্থানে হত্যায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক
  • অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, নওগাঁয় ইউএনওর অপসারণ চেয়ে মানববন্ধন
  • খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবি
  • খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণ ও প্রতিবাদকারীদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • শাহজাদপুরে নির্মাণের এক মাসের মাথায় সড়কে ধস