বিএনপি ও জামায়াত যেন ‘ফিফটি, ফিফটি’ ভোট পায়, এমনটা চেয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কালা মিয়া। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন এর পাশে বসে বক্তব্য দেন এই আওয়ামী লীগ নেতা। জয়নাল আবেদীন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট—৪ (কোম্পানীগঞ্জ—গোয়াইনঘাট—জৈন্তাপুর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী।

ভিডিওটি গত শুক্রবারের (২৭ জুন) বলে জানা গেছে। ভিডিওতে আওয়ামী লীগের এই নেতাকে এনসিপির সমালোচনা করতে শোন যায়।

আরো পড়ুন:

স্বচ্ছতার মাধ্যমে দল পুনর্গঠনে শেরপুরের নেতাদের নির্দেশ দিলেন তারেক রহমান

নির্বাচন বিলম্বে কৌশল খুঁজছে কিছু দল: আসাদুজ্জামান

ভিডিওতে কালা মিয়াকে বলতে শোনা যায়, ‘‘আওয়ামী লীগ সরকার আবার এই দেশে আইতে হইলে (আসতে হলে), জন্ম নিতে হইলে, ১০—১৫ বছরের আগে সম্ভব নয়। যদি আইত পারে, দীর্ঘদিন যাইত ওইব ওলান (অপেক্ষা করতে হবে)।’’

জামায়াত নেতা জয়নাল আবেদীন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখন আমরার চেয়ারম্যানসাব (জয়নাল আবেদীন) আইছইন, সামনেদি (আসছেন সামনে) নির্বাচনে এমপি পদপ্রার্থী ওইবা (হবেন) আল্লাহর যদি হুকুম ওয়। আর তাইন পাস করতা পারইন (তিনি পাস করতে পারলে) আমরার এলাকার মানুষ যারা ভোট দিবা; যারা হাটবা—খাটবা তারতো মূল্যায়ন পাইত। যদিন ফেইলও মারইন, তা—ও মূল্যায়ন পাইত। ফেইল মারলেও তো এমপি। আমরা আশা করছি, আল্লাহ পাস কারাউক্কা। দলে যদি সরকার গঠন না করে; তবে আমরা ইগু আশাবাদী জামায়াতে ইসলাম বিরোধী দল থাকব। এর তাকি বেশি দূরে না যাইয়ার।’’

কালা মিয়া বলেন, ‘‘যদি পাস না—ও করতে পারে, জামায়াতে ইসলামরে বিরোধী দল তনে হরাইয়া রাখতা পারতা নায় (জামায়াতকে বিরোধী দল থেকে সরিয়ে রাখা যাবে না)। আর যা দল আছে, নতুন দল নাগরিক পার্টি একটা বাইর করছে, এরা যে কতটা সিট পাইব, পাবলিকেও জানে তারাও জানে। তারার তো ইচ্ছা দেশ দখল করি লাইতা (দেশ দখল করার ইচ্ছা)। কিন্তু ইলেকশনে খারাইয়া দেখউক্কা (দাঁড়িয়ে দেখুক) কত ধানে কত চাল বারই।’

তিনি আরো বলেন, ‘‘আমরাও চাইরাম আমরার সেন্টারে জামায়াতে ভোট পাউক অর্ধেক, আর বিএনপি নেউক অর্ধেক। তারাও যেহেতু নির্যাতিত.

..আগে পাইছইন না; তারাও পাইত। আমরা চাইরাম সমান সমান ফিফটি, ফিফটি করিয়া।’’

এ বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন দাবি করেন, এটা কোনো নির্ধারিত প্রোগ্রাম ছিল না। তিনি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ঘরোয়া আলোচনায় অংশ নেন। হঠাৎ কেউ একজন ওই ব্যক্তিকে কিছু একটা বলতে বলেন। কালা মিয়াকে তিনি চেনেনও না।

এ বিষয়ে জানতে কালা মিয়ার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

ঢাকা/নূর/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ